মাধ্যমিকে দশম সুতাহাটার বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়ের ছাত্রী ন্যায়শ্রী কালিন্দী
হলদিয়া: মাধ্যমিক-২০২৩ এর মেধাতালিকায় দশম স্থানে হলদিয়ার সুতাহাটা থানার অন্তর্গত বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়ের ছাত্রী ন্যায়শ্রী কালি…
মাধ্যমিকে দশম সুতাহাটার বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়ের ছাত্রী ন্যায়শ্রী কালিন্দী
হলদিয়া: মাধ্যমিক-২০২৩ এর মেধাতালিকায় দশম স্থানে হলদিয়ার সুতাহাটা থানার অন্তর্গত বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়ের ছাত্রী ন্যায়শ্রী কালিন্দী।তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৩। হলদিয়ার ব্লকের দক্ষিণচক গ্ৰামের বাসিন্দা ন্যায়শ্রী।বাবা নারায়ণ কালিন্দী পেশায় স্কুল শিক্ষক,মা গৃহবধু।পদার্থবিদ্যা প্রিয় বিষয় ওই ছাত্রীর।গল্পের বই পড়তে ভালোবাসে ন্যায়শ্রী।
স্কুলের কাছাকাছি থাকার জন্য সুতাহাটা চৈতন্যপুরে একটি বাড়িতে থাকে তাঁদের গোটা পরিবার।শুক্রবার সকালে ঘুম থেকে উঠে বাড়িতে বসে টিভিতে নজর রেখেছিল ন্যায়শ্রী।এরপর নিজের নাম শুনে আনন্দে মাতোয়ারা হয় গোটা পরিবার। নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সুতাহাটা-হলদিয়া শাখার প্রতিনিধিরা এসে তাকে শুভেচ্ছা জানায়।
No comments