Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

May 14, 2025

Weather Location

Breaking News:

প্রধানের বিরুদ্ধে দুর্নীতির নালিশ উপপ্রধানের

প্রধানের বিরুদ্ধে দুর্নীতির নালিশ উপপ্রধানের
পঞ্চায়েত প্রধান-সহ দুই পঞ্চায়েত আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন পঞ্চায়েতরই উপপ্রধান। অভিযোগ জমা পড়ল হলদিয়ার মহকুমাশাসকের কাছে। সুতাহাটা ব্লকের কুকড়াহাটি গ্রাম পঞ্চা…

 




প্রধানের বিরুদ্ধে দুর্নীতির নালিশ উপপ্রধানের


পঞ্চায়েত প্রধান-সহ দুই পঞ্চায়েত আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন পঞ্চায়েতরই উপপ্রধান। অভিযোগ জমা পড়ল হলদিয়ার মহকুমাশাসকের কাছে। সুতাহাটা ব্লকের কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

ওই পঞ্চায়েতের প্রধান শেফালী ভৌমিকের বিরুদ্ধ অভিযোগ, নির্দিষ্ট শংসাপত্র না থাকা সত্ত্বেও একের পর এক দরপত্র পাইয়ে দিচ্ছেন একাধিক ঠিকাদারকে। এর সঙ্গে নির্মাণ সহায়ক এবং পঞ্চায়েতের এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট জড়িত বলে দাবি। স্থানীয় পঞ্চায়েত সদস্যদের একাংশের অভিযোগ, নির্মাণ সহায়ক বিবেক দণ্ডপাঠের সঙ্গে এক ঠিকাদারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেই জন্য ওই ঠিকাদারের কোনও রকম শংসাপত্র না থাকা সত্ত্বেও তিনি সমস্ত কাজের বরাতপাচ্ছেন। একাধিকবার গ্রাম সভায় এই নিয়ে প্রধানের কাছে অভিযোগ করা সত্ত্বেও প্রধান কারও কথায় কর্ণপাত করেননি।

ওই পঞ্চায়েতের উপপ্রধান গৌর মণ্ডল বলেন, “দীর্ঘদিন ধরে ওই কাজে বাধা দিয়েও কোনও লাভ হয়নি। বাধ্য হয়ে মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। পঞ্চায়েত সদস্যরাও এমন কাজ সমর্থন করেন ওই পঞ্চায়েতের প্রধান শেফালি না। প্রধানের সমর্থনে আর্থিক দুর্নীতি চলছে।” পঞ্চায়েত সদস্যদের একাংশের আরও অভিযোগ, সাম্প্রতি দরপত্র উল্লেখিত নির্দিষ্ট কাঁচামাল ব্যবহার করে কাজ করেননি এক ঠিকাদার। তাঁকে ১০০ শতাংশ বিল পাস করিয়ে দেওয়া হয়েছে। ব্যাপারে অভিযুক্ত নির্মাণ সহায়ক বিবেক দণ্ডপাঠ সংবাদমাধ্যমের কাছে কোনও মন্তব্য করতে রাজি হননি। হলদিয়ার মহকুমা শাসক

No comments