Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজেপি নেতা খুনের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার ৭

বিজেপি নেতা খুনের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার ৭ ময়না থানার গোড়ামহাল গ্রামে বিজেপি নেতা খুনের ঘটনায় এখনও পর্যন্ত পুলিস সাতজনকে গ্রেপ্তার করল। ধৃতদের মধ্যে মিলন ভৌমিক তৃণমূলের পঞ্চায়েত সদস্য। বাকিরা প্রত্যেকেই দলের সাধারণ কর্মী। ন…

 


বিজেপি নেতা খুনের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার ৭ 

ময়না থানার গোড়ামহাল গ্রামে বিজেপি নেতা খুনের ঘটনায় এখনও পর্যন্ত পুলিস সাতজনকে গ্রেপ্তার করল। ধৃতদের মধ্যে মিলন ভৌমিক তৃণমূলের পঞ্চায়েত সদস্য। বাকিরা প্রত্যেকেই দলের সাধারণ কর্মী। নিহতের পরিবার ওই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা করেছিল। সোমবার সেই মামলার শুনানি ছিল। তাতে আদালত পুলিসি তদন্তে আস্থা রেখেছে বলে পুলিস সুপার অমরনাথ কে জানান। মামলার পরবর্তী শুনানি ১০ মে।

পূর্ব মেদিনীপুর জেলায় ২২৩টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বাকচা গ্রাম পঞ্চায়েত অশান্তির শীর্ষে। গত তিন-চার বছর ধরে এই অশান্তি চলছে। গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে সদস্যরা পঞ্চায়েত অফিসে যেতে পারেন না। উন্নয়ন স্তব্ধ হয়ে আছে। ফি-বছর রাজনৈতিক খুন লেগেই আছে। আড়াইশোর বেশি জনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে। কথায় কথায় বোমা পড়ে। পুলিসের উপর হামলাও এখানে যেন রুটিন ঘটনা। তাই ময়নার ১১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পুলিসকে ব্যস্ত থাকতে হয় বাকচা নিয়েই। শুধুমাত্র থানা নয়, চার বছর ধরে বাকচা ও গোড়ামহাল গ্রামে দু’টি পুলিস ক্যাম্প রয়েছে। কিন্তু, অশান্তি ঠেকানো যায়নি। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে বাকচা নিয়ে পুলিসের উদ্বেগ বাড়ছে। পঞ্চায়েত দখল নিয়ে আবারও অশান্তির আশঙ্কা বাড়ছে।

বাকচা অঞ্চল তৃণমূল সভাপতি মনোরঞ্জন হাজরাকে নিরাপত্তারক্ষী দিয়েছিল জেলা পুলিস। তাঁর বিরুদ্ধে গুচ্ছ মামলা রয়েছে। বিজয় ভুঁইয়া খুনের ঘটনাতেও অভিযুক্ত মনোরঞ্জন। ১ মে ওই ঘটনার পর থেকে মনোরঞ্জন অবশ্য বেপাত্তা। এই মুহূর্তে বিজেপির মূল দাবি, মনোরঞ্জনকে গ্রেপ্তার করতে হবে। যদিও পুলিস তাঁর নাগাল পাচ্ছে না। ব্লক তৃণমূল সভাপতি সন্দীপব্রত দাস বলেন, খুনের ঘটনায় আমাদের অনেক নিরীহ নেতা-কর্মীর নাম জড়ানো হয়েছে। যাঁরা ঘটনার সঙ্গে বিন্দুমাত্র যুক্ত নন, তাঁদের নাম এফআইআরে রয়েছে। আমরা পুলিসকে এই বিষয়টি দেখার অনুরোধ করেছি।পুলিস সুপার অমরনাথ কে বলেন, ময়নায় খুনের ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তিনজন ধরা পড়েছে। তাদের নিয়ে টিআই প্যারেড হবে। এদিন হাইকোর্টে ওই মামলা উঠেছিল। তাতে কোর্ট সিবিআই তদন্তের সায় দেয়নি। বরং পুলিসকে তদন্ত চালিয়ে যেতে বলেছে।  গোরামাহাল গ্রামে বিজেপি নেতা বিজয় ভুঁয়া খুনে আজ আরো তিন তৃনমূল নেতা কর্মীকে গ্রেফতার করলো ময়না থানার পুলিশ। এখনো প্রযন্ত মোট সাত জনকে গ্রেফতার করলো ময়না থানার পুলিশ। ধৃত তিনজনকে আজ তমলুক আদালতে পাঠানো হবে। আজ কোলকাতা হাই কোর্টে ময়নার বাকচা ঘটনা নিয়ে মৃত পরিবারের দাবি মতো CBI ও NIA কে তদন্ত ভার দেয় কিনা সেটাই এখন দেখার বিষয়।

No comments