Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মন খারাপ হলদিয়ার যুবকদের হতাশায় ভেঙে পড়ল?

নব জোয়ার কর্মসূচিতে পূর্ব মেদিনীপুর জেলায় অভিষেক

মন খারাপ হলদিয়ার যুবকদের হতাশায় ভেঙে পড়ল?


নব জুয়ার কর্মসূচি শুরু হয়েছিল শিলিগুড়ি থেকে।  সারা রাজ্যের প্রতিটি জেলাতেই যাবেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।পূর্ব মেদনীপুর …

 


নব জোয়ার কর্মসূচিতে পূর্ব মেদিনীপুর জেলায় অভিষেক



মন খারাপ হলদিয়ার যুবকদের হতাশায় ভেঙে পড়ল?




নব জুয়ার কর্মসূচি শুরু হয়েছিল শিলিগুড়ি থেকে।  সারা রাজ্যের প্রতিটি জেলাতেই যাবেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পূর্ব মেদনীপুর সফরে আসবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সম্পাদক অভিষেক ব্যানার্জি তার জন্য সারা জেলা জুড়ে প্রতিটি ব্লকে যুবক কমিটি গঠন করা পথসভা যুবকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছিলেন পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি আজগর শিল্পশহর হলদিয়া সুতাহাটা আজাদ হিন্দ ময়দানে আসবেন তার জন্য জায়গা দেখা সভা সমিতি করা সবটাই চলছিল ধারাবাহিকভাবেই হঠাৎ খবর শিল্পশহর হলদিয়াতে আসছে না দলের সর্বভারতীয় সম্পাদক দলের সেনাপতি যুবরাজ অভিষেক ব্যানার্জি। যদিও  দুধের স্বাদ মিটাতে ঘোলে মেটাতে চাইছে যুব কংগ্রেসের নেতৃত্ব। আসন্ন পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচন। হলদিয়া বিধানসভা বিরোধীদের দখলে। শিল্প শহরের শ্রমিক অসন্তোষ লেগেই রয়েছে। শ্রমিকদের সমস্যা মেটাতেই দলের সেনাপতি একশো দিন সময় নিয়ে গিয়েছিলেন এখনো সমস্যা মিটেনি এখনও সমস্যা মিটেনি। শমিক নেতৃত্ব পরিবর্তন হয়েছে শ্রমিকের মন পেতেই শ্রমিক নেতৃত্বদের ভরসা না রেখে জেলাশাসককে সামনে রেখে নবান্ন থেকে তৈরি করা হয়েছিল শ্রমিক নিয়োগ কমিটি, সেই কমিটিকে নিয়েও বারে বারে দুর্নীতির অভিযোগ উঠেছে। একটি রাষ্ট্রায়ত্তের সংস্থায় শ্রমিকরা কাজের জয়েন করার পরও সেই প্যানেল বাতিল করতে হয়েছে তাকে নিয়ে দলের কর্মীরা দলের রাজ্য সভাপতি কাছে ক্ষোভ উবরে দিয়েছিলেন।

রাজ্য সভাপতি নেতৃত্বে ৪৪ টি কারখানায় নতুন কমিটি গঠন করা হয়েছে। তারপর হলদিয়া বন্দরের ভিতরে শ্রমিক বিক্ষোভ রায় লেগেই রয়েছে। দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি আসবেন সাধারণ মানুষ, শ্রমিকরা তাদের মনের কথা বলবেন বলে প্রস্তুত হয়েছিলেন।

 কিন্তু হলদিয়াতে আসছেন না। হলদিয়া মহকুমারের অন্তর্গত নন্দীগ্রামে আসবেন সেজন্য বহু যুবক কর্মী, শ্রমিকদের মন খারাপ। অভিষেক ব্যানার্জীর নব জোয়ার কর্মসূচিতে দলের নির্দেশে শিল্প শহর থেকে যেতে হবে বহু কর্মীকে, কিন্তু মনে মনে তারা চেয়েছিলেন হলদিয়াতে আসুক হলদিয়ার দলের সাংগঠনিক কাঠামো ঘুরে দেখুক।

পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস যুব সহ-সভাপতি যশোরাজ ব্রহ্মচারী জানান ১ তারিখ অর্থাৎ ১লা জুন নন্দীগ্রামে কর্মসূচি হবে এবং আগামী ২ রা জুন ময়নায় জনসংযোগে হাঁটবেন দলের যুবরাজ সেনাপতি অভিষেক ব্যানার্জি। তিনি আরোও বলেন জেলা সাংগঠনিক যুব কংগ্রেস সভাপতি আজগর আলি পল্টুর আহ্বানে নব জোয়ার কর্মসূচিকে বাস্তবায়িত করা সাধারণ মানুষ যাতে ভোট দানে অংশগ্রহণ করেন এবং দলের নেতৃত্বের কাছে সাধারণ মানুষের বার্তা যাতে দিতে পারেন এবং এই কর্মসূচিকে বাস্তবায়িত করার সারা জেলার যুবক কর্মীরা এই কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য এগিয়ে এসেছেন।

No comments