Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ময়নাতে অভিষেকের সভা বাতিল

ময়নাতে অভিষেকের সভা বাতিল নব জোয়ার কর্মসূচির শেষ দিনে অভিষেক ব্যানার্জীর জনসভা ঘিরে উৎসাহ ছিল তুঙ্গে । সভা করবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চ বাঁধার কাজ ও চলছিল জোরকদমে। তবে নিরাপত্তার কারণে…

 




ময়নাতে অভিষেকের সভা বাতিল

 নব জোয়ার কর্মসূচির শেষ দিনে অভিষেক ব্যানার্জীর জনসভা ঘিরে উৎসাহ ছিল তুঙ্গে । সভা করবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চ বাঁধার কাজ ও চলছিল জোরকদমে। তবে নিরাপত্তার কারণে আগামী শুক্রবার অভিষেকের ময়নার জনসভা বাতিল করা হল। পরিবর্তে ওই দিন ময়নায় রোড-শো করবেন তিনি।

দলীয় সূত্রের খবর, কাঁথির পরে বৃহস্পতিবার  ১ জুন চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম পদযাত্রা রয়েছে অভিষেকের। এরপর শুক্রবার ২ রা জুন নন্দকুমারের রোড শো এবং ময়নায় জনসভার কর্মসূচি নেওয়া হয়েছিল। সে জন্য ময়না কলেজ সংলগ্ন ময়দানে মঞ্চ বাঁধার জন্য বাঁশের কাঠামো তৈরির কাজ শেষ হয়েছিল। বাঁশ দিয়ে ঘেরা নিরাপত্তা বেস্টনীও বুধবার তৈরিও হয়ে গিয়েছিল। জনসভায় দলীয় কর্মী- সমর্থকদের জমায়েত করার জন্য দলের তরফে প্রস্তুতি চলছিল। কিন্তু শেষ পর্যন্ত জনসভা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে পড়শি জেলায় অভিষেক রোড শো করলেও তিনি কোনও জনসভা করেননি। তাঁর কর্মসূচিতে জনসভা থাকলেও তা কোনও না কারণে বাতিল হয়েছে। ফলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় অভিষেকের ওই সভা ঘিরে উৎসাহ ছিল তুঙ্গে।

পুলিশি নিরাপত্তা খতিয়ে দেখার পরেই তো জনসভার অনুমতি দেওয়া হয়েছিল। তাহলেও জনসভা বাতিল হল কেন?

ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দোলাই জানাচ্ছেন, অভিষেকের জনসভা করার জন্য যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা প্রয়োজন, ময়না কলেজ সংলগ্ন ওই ময়দানে তা করার ক্ষেত্রে সমস্যা জানি না।"

রয়েছে। তাই জনসভার কর্মসূচি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে ময়নায় অভিষেক রোড শো করবেন। সংগ্রাম বলছেন, "আমরা চেয়েছিলাম ওই ময়দানে অভিষেকের জনসভা করতে। পুলিশের তরফে নিরাপত্তা খতিয়ে দেখে ছাড়পত্র দেওয়ার পরে জনসভার প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে অভিষেকের নিরাপত্তার দ্বায়িত্বে থাকা পুলিশ অধিকারিকরা সবদিক থেকে খতিয়ে দেখার পরে জনসভার কর্মসূচিতে সায় দেননি। তাই জনসভা বাতিল করা হয়েছে।”

ময়নায় অভিষেকের জনসভার কর্মসূচি বাতিল হলেও দমে যাচ্ছেন না দলের জেলা নেতৃত্ব। তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মহাপাত্র বলেন, “ওই দিন বিকালে নন্দকুমারে রোড শো তো রয়েছে। এরপর মহিষাদল প্রজ্ঞানন্দ ভবনে যাবেন অভিষেক। সময়ের অভাবও রয়েছে বলে ময়নার জনসভা বাতিল করার কথা জানিয়েছে আইপ্যাক। তবে ওই দিন ময়নায় রোড শো হবে।”

পুলিশ সূত্রের খবর, ময়নায় অভিষেকের জনসভার জন্য কলেজ সংলগ্ন ময়দানে প্রস্তুতি চলছিল। কিন্তু অভিষেকের জনসভার জন্য যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় তার অভাব রয়েছে মাঠে। আর তাঁর কনভয়ের যাতায়াতের জন্য ওই ময়দান সংলগ্ন সড়ক উপযুক্ত নয়। তাই ওই মাঠে জনসভা বাতিল করা হয়েছে। ময়নায় অভিষেকের জনসভার কর্মসূচি বাতিলের কথা মঙ্গলবার রাতেই জানিয়ে দেওয়া হয় তৃণমূলের জেলা নেতৃত্বকে। আর এরপরেই বুধবার সকাল থেকেই ওই জনসভার জন্য যে মঞ্চ বাঁধার কাজ চলছিল, তার কাঠামো খুলে ফেলা শুরু। 

No comments