চন্ডিপুর থেকে শুরু হবে নব জোয়ার কর্মসূচী সতর্ক রেখেছেন প্রশাসন
পূর্ব মেদিনপুর জেলায় চন্ডিপুরে আসছেন অভিষেক সেখান থেকে পায়ে হেঁটে যাবেন নন্দীগ্রামে। সেই চন্ডিপুর এলাকায় একটি দলীয় সভাতে কয়েক বছর আগেই এক যুবকের থাপ্পড় মারার ঘট…
চন্ডিপুর থেকে শুরু হবে নব জোয়ার কর্মসূচী সতর্ক রেখেছেন প্রশাসন
পূর্ব মেদিনপুর জেলায় চন্ডিপুরে আসছেন অভিষেক সেখান থেকে পায়ে হেঁটে যাবেন নন্দীগ্রামে। সেই চন্ডিপুর এলাকায় একটি দলীয় সভাতে কয়েক বছর আগেই এক যুবকের থাপ্পড় মারার ঘটনা মনে করিয়ে দিচ্ছে দলের কর্মীদের। সে জন্য দল ও প্রশাসন কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে এই নব জোয়ার কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য নজর রেখেছেন। চণ্ডিপুর থেকে শুরু হবে নন্দীগ্রাম পর্যন্ত নবজোয়ার কর্মসুচি।
No comments