Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের নতুন চেয়ারম্যান হলেন রথেন্দ্র রামন

কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের নতুন চেয়ারম্যান হলেন রথেন্দ্র রামনকলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের নতুন চেয়ারম্যান হলেন রধেন্দ্র রামন। ভারতীয় রেলওয়ে ট্রাফিক সার্ভিসের ১৯৯৫ ব্যাচের আধিকারিক রামন এতদিন দক্ষিণ পূর্ব র…

 




কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের নতুন চেয়ারম্যান হলেন রথেন্দ্র রামন

কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের নতুন চেয়ারম্যান হলেন রধেন্দ্র রামন। ভারতীয় রেলওয়ে ট্রাফিক সার্ভিসের ১৯৯৫ ব্যাচের আধিকারিক রামন এতদিন দক্ষিণ পূর্ব রেলের মুখ্য ফ্রেট ট্রাফিক ম্যানেজারের দায়িত্বে ছিলেন। মঙ্গলবার নতুন দায়িত্ব নেওয়ার পরই বন্দরের দুই ডেপুটি চেয়ারম্যান ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রামন। খোঁজ নেন বন্দরের বর্তমান পরিস্থিতি নিয়ে। রেলের আধিকারিক হিসাবে টানা ১৩ বছর পূর্ব রেলের তিনটি ডিভিশনের দায়িত্বে ছিলেন রামন। পরবর্তীকালে কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া-র পূর্বাঞ্চলীয় সিজিএমের দায়িত্বও পালন করেন তিনি। তাঁর আমলেই পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়। যোগবাণী ও বাটনাহা রেল টার্মিনালের মাধ্যমে নেপালে পণ্য পরিবহণও শুরু এই সময়ে। এছাড়াও বালাসোর ও ঝড়সুগদায় আন্তদেশীয় কন্টেনার ডিপো স্থাপন এবং পারাদ্বীপ বন্দরে কন্টেনার ফ্রেন্ট স্টেশন চালুর অন্যতম কারিগর তিনি। কয়লা, সিমেন্ট, বিদ্যুৎ, লৌহ আকরিক, ইস্পাত, বন্দরের মতো শিল্পজগতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রামনের। পাশাপাশি কর্মজীবনের অধিকাংশ সময়ই পূর্ব ভারতে কাটানোর ফলে রামনের সঙ্গে এখানকার পরিবহণ শিল্পের পরিকাঠামো ও সুবিধা-অসুবিধা নিয়ে সম্যক জ্ঞানও রয়েছে তাঁর। পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল ও কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়ায় বিভিন্ন গুরুদায়িত্বে পালনের কারাণে কলকাতা ও হলদিয়া বন্দরের কাজে রেল নির্ভরতার বিষয়টিও জানেন ভাল করে।

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট কলকাতা হলদিয়া বন্দরে চেয়ারম্যান কে অভিনন্দন জানালেন বিএমএস রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলী।

No comments