Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্কুলের বাৎসরিক অনুষ্ঠান মেধাবৃত্তি পরীক্ষা সার্টিফিকেট প্রদান

স্কুলের বাৎসরিক অনুষ্ঠান মেধাবৃত্তি পরীক্ষা সার্টিফিকেট প্রদান।পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত ডালিম্বচক টেকনিক্যাল হাই স্কুল যা কলতলা নামেই পরিচিত। এই কলতলার পূর্ব ইতিহাস রয়েছে। পরাধীন ভারতবর্ষে অবিভক্ত হল…

 





স্কুলের বাৎসরিক অনুষ্ঠান মেধাবৃত্তি পরীক্ষা সার্টিফিকেট প্রদান।

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত ডালিম্বচক টেকনিক্যাল হাই স্কুল যা কলতলা নামেই পরিচিত। এই কলতলার পূর্ব ইতিহাস রয়েছে। পরাধীন ভারতবর্ষে অবিভক্ত হলদিয়া সুতাহাটা থানা অন্তর্গত চারটি জায়গায় টিউবওয়েল বসেছিল তারই মধ্যে এই কলতলার প্রায় কুড়িটি মৌজার মানুষ এই টিউব ওয়েল টির উপর ভরসা রাখত। ব্রজলালচক থেকে চৈতন্যপুর এই রাজ্য সড়কটি এত উন্নত ছিল না । রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ডালিম্ব চক গ্রামের পাশের গ্রামে বাড় বাসুদেবপুর গ্রামে থাকতেন । তিনার প্রচেষ্টায় এই রাস্তাটি সংস্কার হয়। বর্তমানে এই রাস্তা হলদিয়ার মডেল রাস্তা হিসেবে চিহ্নিত। আর তারই পাশেই এই টেকনিক্যাল হাইস্কুল স্কুলের পঠন পাঠন এবং পরিবেশগত সুন্দর। স্কুলের শিক্ষক-শিক্ষিকা অশিক্ষক কর্মচারী ছাত্র-ছাত্রী অভিভাবক সকলের প্রচেষ্টায় এই স্কুল এখন অন্যান্য স্কুলে থেকেও নজর কেড়েছে। 

 স্কুলের বার্ষিক অনুষ্ঠান বিজ্ঞানের মডেল দেখানোর ব্যাবস্থা করেন। জানালেন স্কুলের প্রধান শিক্ষক অমিতাভ নন্দ।

No comments