Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চিকিৎসার গাফিলতির কারণে শিশু মৃত্যু তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে

চিকিৎসার গাফিলতির কারণে শিশু মৃত্যু তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। গভীর রাতে উত্তেজনা হাসপাতাল চত্বরে। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশমহিষাদল থানার রামবাগ এলাকার সাত মাসের এক শিশু পুত্রের শ্বাসকষ্ট হয়। শনিবার সকা…

 



চিকিৎসার গাফিলতির কারণে শিশু মৃত্যু তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। গভীর রাতে উত্তেজনা হাসপাতাল চত্বরে। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ

মহিষাদল থানার রামবাগ এলাকার সাত মাসের এক শিশু পুত্রের শ্বাসকষ্ট হয়। শনিবার সকালেই তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ মেডিকেল কলেজের চিকিৎসক অক্সিজেন দেওয়ার কথা বলে গেলেও নার্স তা করেনি। ওই শিশু পুত্রটি যখন শ্বাসকষ্টে ভুগছিল সেই সময় অক্সিজেন দিলে কিছুটা স্বাভাবিক হতো বলে মনে করছে পরিবারের আত্মীয়রা। পরে রাত্রি আটটা নাগাদ ওই শিশু পুত্রের মৃত্যু হয়। মৃত শিশু পুত্রের মা পরিবার-পরিজন কান্নায় ভেঙে পড়ে হাসপাতাল চত্বরে। তমলুকে থাকা আত্মীয়-স্বজনরা ছুটে আসে তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাস্থলে চলে আসে তমলুক থানার পুলিশ। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পরে পুলিশের আশ্বাসে আত্মীয়রা বাড়ি ফিরে যায়। পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে স্থানান্তরিত হয়েছে। কিন্তু স্বাস্থ্যপরিসেবা সহ অন্যান্য পরিষেবা অত্যন্ত খারাপ বলে অভিযোগ করেন মৃত শিশুর পরিবার পরিজন।

No comments