Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জুমকি গ্রাম পঞ্চায়েতের বটতলাতে স্থানীয় পঞ্চায়েত কার্যালয়ে শনিবার 'দুয়ারে সরকার

জুমকি গ্রাম পঞ্চায়েতের বটতলাতে স্থানীয় পঞ্চায়েত কার্যালয়ে শনিবার 'দুয়ারে সরকার
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অনুপ্রেরনায় পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতের বটতলাতে স্থানীয় পঞ্চায়েত কার্যালয়ে শনিবা…

 


 


জুমকি গ্রাম পঞ্চায়েতের বটতলাতে স্থানীয় পঞ্চায়েত কার্যালয়ে শনিবার 'দুয়ারে সরকার


মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অনুপ্রেরনায় পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতের বটতলাতে স্থানীয় পঞ্চায়েত কার্যালয়ে শনিবার 'দুয়ারে সরকার' শিবিরের শুভ সূচনা হল। এদিন দুয়ারে সরকার শিবিরের সূচনা করলেন এগরা ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমন ঘোষ।  উপস্থিত ছিলেন এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, এগরা ১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক তরুণ মাইতি, জুমকি গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবানি পন্ডিত ও উপপ্রধান উদয়শংকর সর-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে এদিনের জুমকি  গ্রাম পঞ্চায়েতের  দুয়ারে সরকার ষষ্ঠ পর্যায় শুরু হল।

দুয়ারে সরকারের শিবির  থেকে পাট্টা, মৎস্যজীবীদের হাতে মৎস্যজীবী কার্ড তুলে দেওয়া হয়। এগরা ১ ব্লকের বিডিও, সভাপতি ও জুমকি গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সাধারণ মানুষের অভাব অভিযোগ বসে শুনছেন এবং তাঁরা ফর্ম ফিলাপ করে দিচ্ছেন সাধারণ মানুষ যাতে কোন প্রকল্প থেকে না বাদ যায়। পাশাপাশি প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা শিবির  পরিদর্শন করেন। জুমকি গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান উদয়শংকর সর নিজে বসে শিবিরে ফর্ম ফিলাপ করে দেন। তিনি সমস্ত আধিকারিকদের সঙ্গে কথা বললেন পুরো শিবির ঘুরে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নিজেই  শিবিরে বসেন।

No comments