Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় সিনিয়র ডিউজ লীগ কাম নক আউট ক্রিকেট

মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় সিনিয়র ডিউজ লীগ কাম নক আউট ক্রিকেটপবন কুমার গিরি ও প্রতিভা দাস এর স্মৃতির স্মরণে কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় সিনিয়র ডিউজ লীগ কাম নক আউট ক্রিকেট খেলায় আজকের প্রথম খেলায় যে দুটি দল অংশগ্রহণ…

 



মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় সিনিয়র ডিউজ লীগ কাম নক আউট ক্রিকেট

পবন কুমার গিরি ও প্রতিভা দাস এর স্মৃতির স্মরণে কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় সিনিয়র ডিউজ লীগ কাম নক আউট ক্রিকেট খেলায় আজকের প্রথম খেলায় যে দুটি দল অংশগ্রহণ  কন্টাই ক্রিকেট কোচিং সেন্টার ও হাতিশাল জিতে  অগ্রগামী। সকালে টসে হাতিশাল অগ্রগামী  কোচিং সেন্টার কে বল করতে পাঠায়   নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬১ রান করে। প্রত্ত্যুতরে ব্যাট করতে নেমে ১৩.১ ওভারে মাত্র ৭৩ রানে কন্টাই ক্রিকেট কোচিং সেন্টারের সকলে আউট হয়ে যায় ফলে ৮৮ রানে হাতিশাল অগ্রগামী জয় লাভ করে। হাতিশাল অগ্রগামীর সৈকত মান্না ব্যাটে ৪০ বলে ৪১ রান এবং বলে ৪ ওভার ১৩ রানে ৩ উইকেটে নিয়ে মঞ্জুশ্রী মন্ডল স্মৃতি ম্যান অফ দি ম্যাচের পুরস্কার লাভ করেন। এই পুরস্কার তুলে দেন কার্যকরী কমিটির সদস্য সঞ্জীত ভৌমিক, কোচ সুমন রায় এবং সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা। দিনের দ্বিতীয় খেলায় পেট্রিয়ট ক্লাব ও প্লেয়ার্স একাডেমি পরস্পর মুখামুখি হয়। টস জয়লাভ করে প্লেয়ার্স একাডেমি ব্যাটিং করার সিন্ধান্ত নেয় কিন্তু ১৯.২ ওভারে মাত্র ৯৬ রানে সকলে আউট হয়ে যায়। ১৭.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রান করে ৩ উইকেটে জয়লাভ করে। মঞ্জুশ্রী মন্ডল স্মৃতি ম্যান অফ দি ম্যাচের পুরস্কার লাভ করেন পংকজ মাইতি।  পুরস্কার তুলে দেন ট্রফি দাতা প্রসূন মন্ডল। আগামীকাল এর খেলা সকালে পল্লিহিতা সংঘ বনাম পেট্রিয়ট ক্লাব বিকেলে আজাদ ইলেভেন বনাম এবিসিডি।

No comments