কেন্দ্রের সীমাহীন দুর্নীতি বিরুদ্ধে সত্যাগ্রহ কর্মসূচি, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিন লক্ষ চিঠি পাঠাবে জাতীয় কংগ্রেস
কেন্দ্রের সাংবিধানিক সংকট ও সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে সত্যাগ্রহ কর্মসূচি করল ভারতীয় জাতীয় কংগ্রেস। রবিবার পূর্ব …
কেন্দ্রের সীমাহীন দুর্নীতি বিরুদ্ধে সত্যাগ্রহ কর্মসূচি, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিন লক্ষ চিঠি পাঠাবে জাতীয় কংগ্রেস
কেন্দ্রের সাংবিধানিক সংকট ও সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে সত্যাগ্রহ কর্মসূচি করল ভারতীয় জাতীয় কংগ্রেস। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বিধানসভার কংগ্রেস কমিটির যৌথ উদ্যোগে হলদিয়া কদমতলা পূর্ব মেদিনীপুর জেলার স্বাধীনতা সংগ্রামী ভগিনী বাহিনীর অন্যতম নেত্রী কুমুদিনী ডাকুয়া মূর্তি
প্রাঙ্গণে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সূত্রের খবর, এদিন বিকাল ৪টা থেকে ধর্ণা মঞ্চ করে সত্যাগ্রহ কর্মসূচি পালন করা হয়।
জাতীয় কংগ্রেস সূত্রের খবর, ১৯৭১ সালে বিহারের চম্পারণ জেলা এবং ১৯১৮ সালে অবিভক্ত মেদিনীপুর জেলার পিছাবনীর লবন সত্যাগ্রহ। যেখানে ব্রিটিশদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন হাজার হাজার মহামানবদের নিয়ে জাতীর জনক মহাত্মা গান্ধী। তবে কেন্দ্রের মোদী সরকারের সংবিধান ও গণতন্ত্র সংকট এবং লাগামহীন দূর্নীতির বিরুদ্ধে আমাদের এই সত্যগ্রহ। উপস্থিত ছিলেন রাজ্যের প্রদেশ সহ-সভাপতি লক্ষণ শেঠ। প্রাক্তন জেলা সম্পাদক খীতেন্দ্র মোহন সাহু, প্রাক্তন বিধায়ক শৈলজা কুমার দাস, জেলা সভাপতি মানসকর মহাপাত্র জানালেন জেলা কংগ্রেসের সদস্য প্রণব দাস প্রমুখ। প্রণব বাবু জানান রাহুল গান্ধী লোকসভার সদস্যপদ অন্যায় ভাবে খারিজ করা হয়েছে তারই জন্য পৌর এলাকা থেকে দশ হাজার চিঠি পাঠানো হবে এবং সারা জেলায় প্রায় তিন লক্ষ চিঠি প্রধানমন্ত্রী উদ্দেশ্যে পাঠানো হবে বলে।
No comments