Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

টিকিট না পেলে বিজেপির কথায় নির্দল প্রার্থী হবেন না', কর্মীদের বার্তা দিয়ে কী আশ্বাস দিলেন নেত্রী মমতা?

টিকিট না পেলে বিজেপির কথায় নির্দল প্রার্থী হবেন না', কর্মীদের বার্তা দিয়ে কী আশ্বাস দিলেন নেত্রী মমতা?
পঞ্চায়েত ভোটে সব জায়গায় প্রার্থীর মনোনয়ন তিনিই দেবেন। গত মাসে কালীঘাটে নিজের বাড়িতে দলীয় বৈঠকে সেই বার্তাই দিয়েছিলেন তৃণমূ…

 



টিকিট না পেলে বিজেপির কথায় নির্দল প্রার্থী হবেন না', কর্মীদের বার্তা দিয়ে কী আশ্বাস দিলেন নেত্রী মমতা?


পঞ্চায়েত ভোটে সব জায়গায় প্রার্থীর মনোনয়ন তিনিই দেবেন। গত মাসে কালীঘাটে নিজের বাড়িতে দলীয় বৈঠকে সেই বার্তাই দিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁরা টিকিট পাবেন না, তাঁদের ক্ষোভ দমনে এ বার আগে ভাগেই সক্রিয় হলেন তিনি। দিঘায় কর্মিসভায় মমতার আশ্বাস, যাঁরা টিকিট পাবেন না, তাঁদের 'অ্যাকোমোডেট' করা হবে।

তা বলে টিকিট না পেয়ে কেউ যেন বিজেপির উস্কানিতে নির্দল হয়ে দাঁড়িয়ে না পড়েন।

চার দিনের পূর্ব মেদিনীপুর সফরে রয়েছেন মমতা। পাখির চোখ স্বাভাবিক ভাবেই পঞ্চায়েত ভোট। মঙ্গলবার দিঘায় কর্মিসভার প্রায় শেষদিকে সেই পঞ্চায়েত ভোট নিয়েই কর্মীদের বার্তা দিলেন। ঐক্যের বার্তা দিয়ে তিনি বললেন, ''ওই নীচের কর্মীদের যদি ভালবাসেন, মানুষকে যদি ভালবাসেন, সকলকে এক হয়ে চলতে হবে। কারও সঙ্গে কারও ঝগড়া চলবে না। পরিষ্কার করে বলছি, আমি একা করব, আর কেউ করবে না, সেটা হবে না।''

এর পরেই মমতা টিকিট নিয়ে কর্মীদের ক্ষোভ যাতে না তৈরি হয় সেই বার্তা দেন। জানিয়ে দেন, যাঁরা টিকিট পাবেন না, দল তাঁদের জন্য ব্যবস্থা করবে। এটা দলের দায়িত্ব। কিন্তু কেউ যেন তা বলে নির্দল প্রার্থী না হন। তাঁর কথায়, ''পঞ্চায়েতে সত্‍ মানুষ চাই, দক্ষ মানুষ চাই, ভাল মানুষ চাই। কেউ হয়তো টিকিট পাবেন। একটা পার্টির এক জনই টিকিট পায়। যিনি পাননি, বিজেপির কথায় নির্দল হয়ে দঁড়িয়ে যাবেন না। তাঁকে অন্য ভাবে আমরা অ্যাকোমোডেট করব। এটা পার্টির দায়িত্ব।''

No comments