Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়ায় ব্লক তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কমিটি গঠন করা হয়

পাঁশকুড়ায় ব্লক তৃণমূল কংগ্রেসের  সাংগঠনিক কমিটি গঠন করা হয় পাঁশকুড়ায় ব্লক তৃণমূল কংগ্রেসের  সাংগঠনিক কমিটি গঠন করা হয়। সাংবাদিক সম্মেলন করে সেই কমিটি গঠন করেছিলেন পাঁশকুড়া ব্লকের সভাপতি সুজিত রায়।সুজিত রায়ের কমিটি গঠনের …

 



পাঁশকুড়ায় ব্লক তৃণমূল কংগ্রেসের  সাংগঠনিক কমিটি গঠন করা হয়

 পাঁশকুড়ায় ব্লক তৃণমূল কংগ্রেসের  সাংগঠনিক কমিটি গঠন করা হয়। সাংবাদিক সম্মেলন করে সেই কমিটি গঠন করেছিলেন পাঁশকুড়া ব্লকের সভাপতি সুজিত রায়।সুজিত রায়ের কমিটি গঠনের পরই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিল দলের একাধিক নেতৃত্ব।তারপরে আজ পূনয়ার মাইশোরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ব্লক কমিটি নিয়ে মাইশোরাতে বিক্ষোভ মিছিল করল। তাদের মূলত দাবী নিহত তৃণমূল নেতা কুরবান আলী শায়ের অনুগামীরা ব্লক কমিটি কিংবা অঞ্চল কমিটিতে স্থান দেওয়া হয়নি।যারা একসময় বিজেপির হয়ে ভোট করিয়েছিল তারাই আবার তৃণমূলের পদ পেয়েছে। এদিন মিছিল থেকে ব্লক সভাপতি সুজিত রায়ের অপসারণের দাবী তোলা হয়।মাইশোরাতে উন্নয়ন মূলক কাজ আটকে দিয়েছে ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতি।  যদিও এই বিষয়ে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় বলেন যদি কারো ক্ষোভ থাকে তারা জেলা সভাপতি কে জানাবে রাজ্য সভাপতি কে জানাবে,তারা মিছিল করবে কেন।কারণ যারা মিছিল করছে তারা  শুভেন্দু অধিকারীর জামা পরে মিছিল করছে। এখানে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী তারাই জায়গা পেয়েছি।

যদিও এই নিয়ে তৃনমূলকে কটাক্ষ করেছে বিজেপি 

বিজেপির দাবী-"পদ পাওয়া নিয়ে নিজের দলের নেতাদের বিরুদ্ধে মিছিল নতুন কোনো বিষয় নয়।এখানে পদ থাকলে কাটমানি থাকবে।ছোটো পদে কম কাটমানি, বড় পদে বড় কাটমানি।এদের জনসেবা মূল কাজ নয়।যে যেইরকম পদ থাকবে সে সেইরকম কাটমানি পাবে।তাই তাদের পদ নিয়েই দ্বন্দ।

No comments