Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিল্প সংস্থার ইন্টারনেট প্রযুক্তি ও ইন্সট্রুমেন্টেশন এর ব্যবহারের ভূমিকা নিয়ে জাতীয় সেমিনার

শিল্প সংস্থার ইন্টারনেট প্রযুক্তি ও ইন্সট্রুমেন্টেশন এর ব্যবহারের ভূমিকা নিয়ে জাতীয় সেমিনারভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/r_aH6WoCD5M  শিল্প সংস্থায় ইন্টারনেট প্রযুক্তি ও ইনস্ট্রুমেন্টেশনের ব্যবহার ও ভূমিকা নিয়ে সপ্ত…

 


শিল্প সংস্থার ইন্টারনেট প্রযুক্তি ও ইন্সট্রুমেন্টেশন

 এর ব্যবহারের ভূমিকা নিয়ে জাতীয় সেমিনার

ভিডিও দেখতে ক্লিক করুন।

https://youtu.be/r_aH6WoCD5M

  শিল্প সংস্থায় ইন্টারনেট প্রযুক্তি ও ইনস্ট্রুমেন্টেশনের ব্যবহার ও ভূমিকা নিয়ে সপ্তাহব্যাপী জাতীয় পর্যায়ের কর্মশালা শুরু হয়েছে হলদিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি ইঞ্জিনিয়ারিং কলেজে। সোমবার ১৭ এপ্রিল এই কর্মশালার সূচনা হয়। উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপ্যাল সুব্রত মণ্ডল, খড়গপুর আইআইটির অধ্যাপক ভানুভূষণ খাটুয়া, হলদিয়া টাটা স্টিলের ইলেকট্রিক্যাল হেড বিকে সাহ

হলদিয়া এনার্জি জেনারেল ম্যানেজার সুশোভন পাত্র, আইওসির চিফ ইনস্ট্রুমেন্টেশান ম্যানেজার কৌশিক দত্ত, এমসিপিআই-এর এইচআর অ্যাডভাইজার সঞ্জয় রাজগুরু, সংস্থার জেনারেল ম্যানেজার প্রতীক খাঁড়া, এইচআইটির অধ্যাপক তরুণকাজি জানা এবং ইলেকট্রনিক্স এন্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান উদয় মাজি। বিভাগীয় প্রধান উদয় মাজি বলেন, ফোর্থ জেনারেশন বা চতুর্থ প্রজন্মের ইন্ডাস্ট্রি অর্থাৎ আজকের শিল্প সংস্থাগুলিতে ইন্টারনেটের ব্যবহার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একে বলা হচ্ছে ৪.২ ইন্ডাস্ট্রি। শিল্প সংস্থায় ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারদের কী ভূমিকা এবং কীভাবে তারা ইন্টারনেট প্রযুক্তিকে উৎপাদনের দক্ষতা বাড়ানোর জন্য ব্যবহার করবেন সেই বিষয়ে পড়ুয়াদের এখন থেকে প্রশিক্ষণ দিতে এই কর্মশালা করা হচ্ছে। শিল্প সংস্থার আধিকারিকরা প্রতিদিন এই কর্মশালায় এসে কীভাবে তারা এই প্রযুক্তি ব্যবহার করছেন, কি সুবিধা রয়েছে সে বিষয়ে জানাবেন। এদিন হলদিয়া এনার্জির জেনারেল ম্যানেজার এইচআইটি সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, বাড়ির পাশে এ ধরনের একটি নামী কারিগরি প্রতিষ্ঠান থাকতে আমাদের কেন বাইরে থেকে আউট সোর্সিং করতে হবে। হলদিয়ার শিল্প সংস্থাগুলি এবং এইচআইটির পারস্পরিক আদান- প্রদানের ফলে উভয়ই উপকৃত হবে। দুটি জায়গাতেই ল্যাবরেটরি ব্যবহারের সুবিধে পাবে, কখনও শিল্প সংস্থাগুলি কখনও পড়ুয়ারা। ইতিমধ্যেই হলদিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের সঙ্গে কয়েকটি শিল্প সংস্থার যৌথ উদ্যোগে কোরোশান অর্থাৎ লবণাক্ততা জনিত বিভিন্ন যন্ত্রাংশের এবং পাইপ লাইনের ক্ষণ ঠেকাতে কাজ চলছে। এইচআইটির অধ্যাপক দেবদত্ত ঘোষ বলেন, কয়েকটি বিভাগ যৌথ উদ্যোগে এই কাজ করছে।

No comments