Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়া দমকল বিভাগের পক্ষ থেকে সচেতনতা করা হল সাধারন মানুষকে

বৃহস্পতিবার পাঁশকুড়া দমকল বিভাগের পক্ষ থেকে সচেতনতা করা হল সাধারন মানুষকেবৃহস্পতিবার পাঁশকুড়া দমকল বিভাগের পক্ষ থেকে সচেতনতা করা হল সাধারন মানুষকে।  উপস্থিত ছিলেন পাঁশকুড়া দমকলের আধিকারিক সহ- পুরসভার আধিকারিকেরা। দিন দিন যেভাব…

 


বৃহস্পতিবার পাঁশকুড়া দমকল বিভাগের পক্ষ থেকে সচেতনতা করা হল সাধারন মানুষকে

বৃহস্পতিবার পাঁশকুড়া দমকল বিভাগের পক্ষ থেকে সচেতনতা করা হল সাধারন মানুষকে।  উপস্থিত ছিলেন পাঁশকুড়া দমকলের আধিকারিক সহ- পুরসভার আধিকারিকেরা।

 দিন দিন যেভাবে তাপপ্রবাহ বাড়ছে, এই সময়

 অগ্নি সংযোগের ঘটনায়  দুর্ঘটনাগ্রস্থ হতে হয়েছে বেশ কয়েকজনকে, কখনো কখনো গ্যাস সিলিন্ডারে আগুন লেগে দুর্ঘটনার কবলে পড়তে হয় সাধারণ মানুষদের।  সেই দুর্ঘটনা যাতে না ঘটে , অথবা হঠাৎ কোন দুর্ঘটনা ঘটলে কিভাবে তা থেকে 

 রক্ষা পাওয়া যাবে সেই বিষয়কেই মাথায় রেখে বৃহস্পতিবার পাঁশকুড়া বাজারে বাসস্ট্যান্ডের কাছে পাঁশকুড়া দমকল বিভাগের পক্ষ থেকে মকড্রিল অনুষ্ঠিত হল। আচমকা আগুন লাগলে কিভাবে তা নেভানো যাওয়া সম্ভব আতঙ্কিত না হয়ে আগুন নেভানোর কায়দা দেখালেন দমলের কর্মীরা। উপস্থিত পাঁশকুড়া দমকল বাহিনীর 

অফিসার ও পুরসভার চেয়ারম্যান সহ বর্তমান ও প্রাক্তন কাউন্সিলর হাতেনাতে তা পরীক্ষা করলেন।

No comments