ডিউজ লীগ চ্যাম্পিয়ন বাড় চুনফলি পল্লিহিতা সংঘকাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত পবন কুমার গিরি ও প্রতিভা দাস এর স্মৃতি স্মরণে সিনিয়র ডিউজ ক্রিকেট লীগের আজ উত্তেজনা পূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। ফাইনাল খেলা যে দুটি দল অংশগ্রহণ ক…
ডিউজ লীগ চ্যাম্পিয়ন বাড় চুনফলি পল্লিহিতা সংঘ
কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত পবন কুমার গিরি ও প্রতিভা দাস এর স্মৃতি স্মরণে সিনিয়র ডিউজ ক্রিকেট লীগের আজ উত্তেজনা পূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। ফাইনাল খেলা যে দুটি দল অংশগ্রহণ করে বাড় চুনফলি পল্লিহিতা সংঘ ও হাতিশাল অগ্রগামী। টসে জিতে হাতিশাল অগ্রগামী ব্যাটিং করার সিন্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে খেলায় ১৬.৫ ওভারে মাত্র ৯০ রানে সকলে আউট হয়ে যায়। প্রত্ত্যুতরে পল্লিহিতা সংঘ ব্যাট করতে ১৯.৩ ওভারে ৫ উইকেট ৯১ রানে কর ৫ উইকেটে জয় লাভ করে চ্যাম্পিয়ন শিরপা লাভ করে। চ্যাম্পিয়ন দল পবন গিরি স্মৃতি ট্রফি সহ নগদ ১৫ হাজার, রানার্স দল প্রতিভা দাস স্মৃতি ট্রফি সহ নগদ ১০ হাজার টাকা, ফাইনালে মঞ্জুশ্রী মন্ডল স্মৃতি ম্যান অফ দি ম্যাচ মানিক সাউ পল্লিহিতা সংঘ, সেরা বোলার গৌরাঙ্গ পাত্র, হাতিশাল অগ্রগামী, সেরা ব্যাটসম্যান সৈকত মান্না হাতিশাল অগ্রগামী, সেরা ফিল্ডার সেক নুর হাতিশাল অগ্রগামী, সেরা কিপার নবেন্দু পড়্যা পল্লিহিতা সংঘ, প্রতিযোগিতার সেরা খেলোয়াড় মানিক সাউ পল্লিহিতা সংঘ। খেলার শেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কারাগার মন্ত্রী অখিল গিরি, কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুপ্রকাশ গিরি, ট্রফি দাতা প্রসূন মন্ডল, অরিজিৎ জানা, সহ সভাপতি সতীনাথ দাস অধিকারী, সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা, সহ সম্পাদক ইমরান আলি খাঁন, কার্যকরী কমিটির সদস্য গোলকচন্দ্র বিশ্বাস, রীতা ভুঞ্জা রায়। সংস্থার সহ সভাপতি তথা বিধায়ক জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক সকল টিম ও দর্শকদের অভিনন্দন জানান। সুস্থ ভাবে খেলা সম্পন্ন সবাই কে ধন্যবাদ জানান ক্রীড়া সম্পাদক পিনাকী দিন্দা।
No comments