Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ইদের শুভেচ্ছা জানিয়ে মানুষের ঐক্য গড়ে তোলার বার্তা দিলেন প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি লক্ষ্মণ শেঠ

ইদের শুভেচ্ছা জানিয়ে মানুষের ঐক্য গড়ে তোলার বার্তা দিলেন প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি লক্ষ্মণ শেঠভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/2f2CP6wXtvQ ইদের শুভেচ্ছা জানিয়ে মানুষের ঐক্য গড়ে তোলার বার্তা দিলেন প্রদেশ কংগ্রেসের সহ সভাপত…

 


ইদের শুভেচ্ছা জানিয়ে মানুষের ঐক্য গড়ে তোলার বার্তা দিলেন প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি লক্ষ্মণ শেঠ

ভিডিও দেখতে ক্লিক করুন।

https://youtu.be/2f2CP6wXtvQ

 ইদের শুভেচ্ছা জানিয়ে মানুষের ঐক্য গড়ে তোলার বার্তা দিলেন প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি লক্ষ্মণ শেঠ। মানুষে মানুষে বিভেদ তৈরি হলে দেশের অর্থনৈতিক উন্নতি হয় না। বরং সামাজিক ক্ষয় অর্থনীতিকে দুর্বল করে। তাই উৎসবের দিনে আমরা-ওরা নয়, ঐক্যই একমাত্র পথ বলে মত এই প্রবীণ রাজনীতিকের। নিজের উদ্যোগে দুর্গাপুজো করে তিনি যেমন সর্বজনীন উৎসবের চেহারা দেন, তেমনই রমজান মাসের শেষদিনের সন্ধেয় তাঁর উৎসাহে দাওয়াত-ই-ইফতারের আয়োজন হয়ে উঠল সর্বধর্মের এক মিলনক্ষেত্র। দাওয়াত-ই-ইফতারের আগে এক প্রার্থনা সভায় মঙ্গলকামনা করা হয় ধর্মমত নির্বিশেষে। লক্ষ্মণবাবু বলেন, প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি হিসেবে আমি এইদিনটি উদযাপন করছি। সব ধর্মের মানুষকে আমন্ত্রণ জানিয়েছি। তবে এই ধরনের আয়োজন আমার রাজনৈতিক জীবনে প্রথম। আগে রাজনৈতিক নেতা হিসেবে মুসলমানভাইদের এই অনুষ্ঠানে অংশ নিয়েছি। কখনও আয়োজক হইনি এই অনুষ্ঠানের। প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি হওয়ার কারণে আমার ক্ষেত্রে ভাল হয়েছে এই ইফতার পার্টির আয়োজন করতে গিয়ে। আমি চাই সবধর্মের মানুষের সমন্বয় হোক। এদিন ইফতার পার্টিতে সাধারণের পাশাপাশি হলদিয়ার বহু বিশিষ্ট মানুষজন উপস্থিত ছিলেন। এমন মিলনমেলার কাণ্ডারী লক্ষ্মণ শেঠের সহযোগী ছিলেন প্রবীণ নেতা প্রণব দাস, সুদর্শন মান্না ও একদল তরুণ তুর্কী। এদিন সাংবাদিকদের কোনও রাজনৈতিক প্রশ্নের উত্তর দিতে চাননি তিনি। পঞ্চায়েত নিয়ে প্রশ্ন করায় তিনি বলেন, রাজনৈতিক সংঘাত, তর্ক বিতর্কের কথা আজ থাক। তবে ভারতের সাম্প্রীতির ঐতিহ্যের প্রসঙ্গ তুলে তিনি মনে করিয়ে দেন, আমরা কোনও জাত ধর্মের কথা বলছি না, বার বার মানুষের ঐক্যকে শক্তিশালী করার কথা বলছি। কেন্দ্রের বিজেপি সরকার বিভেদকামী এবং মুসলমান বিদ্বেষী। সেজন্য মানুষের জোট গড়ে তুলতে হবে।

No comments