Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পঁচেটমোড় যুবগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত নবম বর্ষের পঁচেশ্বর মেলা

পঁচেটমোড় যুবগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত নবম বর্ষের পঁচেশ্বর মেলাহলদিয়া বন্দর : ধর্ম যে যার উৎসব সবার - এই অঙ্গীকারকে সামনে রেখে শুরু হল পঁচেশ্বর মেলা। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের পঁচেটমোড় যুবগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত নবম বর্ষ…

 





পঁচেটমোড় যুবগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত নবম বর্ষের পঁচেশ্বর মেলা

হলদিয়া বন্দর : ধর্ম যে যার উৎসব সবার - এই অঙ্গীকারকে সামনে রেখে শুরু হল পঁচেশ্বর মেলা। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের পঁচেটমোড় যুবগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত নবম বর্ষের পঁচেশ্বর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। তিনি বলেন, মেলা হল মহামানবের মিলনক্ষেত্র। প্রত্যন্ত গ্রামাঞ্চলে পঁচেশ্বর মেলা খুবই ঐতিহ্যশালী। তাই আপনারা সবাই এই মেলায় সামিল হন। এদিন স্থানীয় এলাকার কয়েকশো দু:স্থ ও গরীব মানুষদের বস্ত্র তুলে দেন জেলা সভাধিপতি ও বিধায়ক উত্তম বারিক। পাশাপাশি বিধায়ক তহবিল থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা ব্যয়ে পঁচেটমোড়ে পথবাতির উদ্বোধন করেন জেলা সভাধিপতি তথা স্থানীয় বিধায়ক। আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, দশ দিন ধরে চলবে এই মেলা। রয়েছে সামাজিক কর্মসূচি, নরনারায়ণ সেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য নমসূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল বৈরাগী, বিশিষ্ট সমাজসেবী নির্মল শর্মা, কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন, পটাশপুর ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পিজুস কান্তি পন্ডা, সমাজসেবী দূর্গাপদ পাহাড়ি, আহাদ আলি, কাউন্সিলর শেখ সুরজ আলি ও জয়ন্ত সাহু প্রমুখ।

No comments