খো খো খেলোয়াড়দের দত্তক নিল হলদিয়া এনার্জি লিমিটেডপূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার অন্তর্গত দু'নম্বর ওয়ার্ড পূর্ব শ্রীকৃষ্ণপুর গ্রামে খো খো খেলোয়াড়দের জন্য খেলার সামগ্রী এবং খেলোয়াড়দের এক বছরে জন্য দত্তক নিলেন হলদ…
খো খো খেলোয়াড়দের দত্তক নিল হলদিয়া এনার্জি লিমিটেড
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার অন্তর্গত দু'নম্বর ওয়ার্ড পূর্ব শ্রীকৃষ্ণপুর গ্রামে খো খো খেলোয়াড়দের জন্য খেলার সামগ্রী এবং খেলোয়াড়দের এক বছরে জন্য দত্তক নিলেন হলদিয়া এনার্জি লিমিটেড।
প্রসঙ্গত,হলদিয়ায় শিক্ষা এবং ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখল হলদিয়া এনার্জি লিমিটেড।
১১ ই এপ্রিল মঙ্গলবার হলদিয়ার পূর্ব শ্রীকৃষ্ণপুরে খো খো খেলোয়াড়দের ক্রীড়া চর্চায় এগিয়ে আসে হলদিয়া এনার্জি লিমিটেড। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের ১০০ জন খেলোয়াড় পূর্ব শ্রীকৃষ্ণপুরের এই কেন্দ্রে অনুশীলন করেন। তাদের মধ্যে অনেকেই রাজ্য এবং জাতীয়স্তরের খেলোয়াড় রয়েছেন। কিন্তু অর্থের অভাবে তাঁদের পোশাক, জুতো, খাওয়ারে খুব সমস্যা হত। সেই সমস্যার কথা শুনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে হলদিয়া এনার্জি লিমিটেড। সংস্থার শীর্ষকর্তা রবি চৌধুরি, সোমনাথ দত্তরা আশ্বস্ত করেছেন আর্থিক সাহায্য করবার। রবি চৌধুরি জানান, “এখান থেকেই জাতীয় স্তরের খেলোয়াড় তৈরি করা সম্ভব। সেজন্য আমরা সবরকম সহযোগিতা করবো
জানা গিয়েছে, প্রাথমিকভাবে ২০ জন খো খো খেলোয়াড়কে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৮ জন মেয়ে এবং ১২ জন ছেলে রয়েছে। তাদের প্রত্যেকের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। এই কুড়ি জন খেলোয়াড়ের খেলার যাবতীয় সরঞ্জামের পাশাপাশি তাদের খাওয়া, থাকা, প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বছরে ৮ লাখ টাকা খরচ করছে এই শিল্প সংস্থা। এমন সহযোগিতা পেয়ে আপ্লুত খেলোয়াড়রা।
No comments