Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রামকৃষ্ণ পরমহংসদেব,মা সারদা ও স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন

রামকৃষ্ণ পরমহংসদেব,মা সারদা ও স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন
হলদিয়া বন্দর : সুতাহাটা পঞ্চায়েত সমিতির কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বাবুপুর রামকৃষ্ণ মিলন তীর্থ ও নিবেদিতা মহিলা সংস্থার যৌথ উদ্যোগে শনিবার ১ লা…

 




রামকৃষ্ণ পরমহংসদেব,মা সারদা ও স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন


হলদিয়া বন্দর : সুতাহাটা পঞ্চায়েত সমিতির কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বাবুপুর রামকৃষ্ণ মিলন তীর্থ ও নিবেদিতা মহিলা সংস্থার যৌথ উদ্যোগে শনিবার ১ লা এপ্রিল বাবুপুর এগ্রিকালচার হাইস্কুল সংলগ্ন এলাকায় রামকৃষ্ণ পরমহংসদেব,মা সারদা ও স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন এবং হাসিররানী শিশুবিতান কেন্দ্রের শুভ উদ্বোধন করেন বেলুড় মঠের শিবভাবানন্দ জী মহারাজ,নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের পবিত্র চিত্তানন্দজী মহারাজ,নন্দকুমারের বিধায়ক সুকুমার দে সহ অন্যরা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ অনুমোদিত হলদিয়া অভ্যুদয়ের গুচ্ছ সমিতির অন্তর্ভুক্ত দুই সংস্থার উদ্যোগে তিন দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে।সংস্থার সম্পাদক অনুপম মাইতি বলেন, "বাবুপুর স্কুলের সামনে সুবিশাল জায়গার ওপর তিনটি পূর্ণাবয়ব মূর্তি ছাড়াও শিশুদের মনোরঞ্জনের জন্য পার্ক তৈরি করা হয়েছে। প্রত্যেকদিন সন্ধ্যায় প্রার্থনায় অংশ নিতে পারবে এলাকার মানুষজন।"

No comments