Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কালবৈশাখী ঝড়ে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুর জেলার রামনগর

কালবৈশাখী ঝড়ে  বিপর্যস্ত পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 
কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে  বিপর্যস্ত পূর্ব মেদিনীপুর জেলার রামনগর অঞ্চলের দক্ষিণ তেতুলতলা হরিপুর শিখরপুর সহ বেশ কয়েকটি গ্রাম।সঙ্গে ব্যাপক সিলা বৃষ্টি। কয়েক মিনিটের দমকা …

 


কালবৈশাখী ঝড়ে  বিপর্যস্ত পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 


কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে  বিপর্যস্ত পূর্ব মেদিনীপুর জেলার রামনগর অঞ্চলের দক্ষিণ তেতুলতলা হরিপুর শিখরপুর সহ বেশ কয়েকটি গ্রাম।সঙ্গে ব্যাপক সিলা বৃষ্টি। কয়েক মিনিটের দমকা ঝড় নিমেষে এই ধরনের ক্ষতি করে দেওয়া এর আগে কখনো দেখেনি এলাকার মানুষজন। এই এলাকায় কয়েকশো বাড়ি যেমন ভেঙেছে তেমনিভাবে ধান পান চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। বড় বড় গাছ ভেঙেছে লাইট পোস্ট ভেঙেছে উড়িয়ে নিয়ে গেছে বাড়ির চালা। অসহায় ভাবে দিন কাটাচ্ছেন গৃহহীন এই সমস্ত পরিবারের লোকজনেরা।বিঘারপর বিঘা ধান পান কলা বাগান সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইতিমধ্যে এলাকায় পরিদর্শন এসেছেন জয়েন্ট বিডিও এলাকার অঞ্চল প্রধান, জনপ্রতিনিধি রা। মানুষজনেরা জানাচ্ছেন গতকাল রাত থেকে তারা না খেয়ে আছেন পঞ্চায়েত তরফ থেকে তাদেরকে কিছুটা চালের ব্যবস্থা করা হচ্ছে। ত্রিপল এর ব্যবস্থা করা হচ্ছে। তবে গ্রামবাসীরা এখনো পর্যন্ত যেটা জানালেন তাদের কাপড়, খাবার, বাড়ির চালা সবকিছু উড়িয়ে নিয়ে গেছে শিলাবৃষ্টিতে বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়েছে। জল ঝরে নষ্ট হয়েছে। ব্যাপক শিলা বৃষ্টি হয়েছে যাতে করে সবজি চাষের ক্ষতি হয়েছে ধান চাষের ক্ষতি হয়েছে। প্রশাসনিকভাবে সবটা খতিয়ে দেখে গ্রামবাসীদের পাশে থাকার ব্যবস্থা নিচ্ছে।



No comments