Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!! থার্মাল পাওয়ার কর্মী সমবায় ভান্ডার নির্বাচনে জয়জয়কার সিআইটিইউ

থার্মাল পাওয়ার কর্মী সমবায় ভান্ডার নির্বাচনে জয়জয়কার সিআইটিইউ
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ইসুতে সিপিআইএমের রাজ্যের পতন শুরু হয়েছিল।  ২০০৭ সালে নন্দীগ্রামে গুলি চালিয়েছিল পুলিশ আর সেই ইস্যুতেই বর্তমান শাসক দল তৎকালীন বির…

 


থার্মাল পাওয়ার কর্মী সমবায় ভান্ডার নির্বাচনে জয়জয়কার সিআইটিইউ


পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ইসুতে সিপিআইএমের রাজ্যের পতন শুরু হয়েছিল।  ২০০৭ সালে নন্দীগ্রামে গুলি চালিয়েছিল পুলিশ আর সেই ইস্যুতেই বর্তমান শাসক দল তৎকালীন বিরোধী দল তৃণমূল কংগ্রেস এই ইস্যু তুলেই সারা জেলা জুড়ে আন্দোলন শুরু করেছিলেন। অবশেষে২০১১ বিধানসভা নির্বাচনে পরাজয় স্বীকার  সিপিআইএম । রাজ্য সরকার গঠন করেছিলেন মা মাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেস যার মুখ্যমন্ত্রী বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায় ‌। 

রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার ধীরে ধীরে সিপিআইএম আবার তার জায়গা ফিরে পাচ্ছে ? পূর্ব মেদিনীপুর জেলার কে.টি.পি.পি (থার্মাল পাওয়ার) কর্মী সমবায় ভান্ডার, নির্বাচনে মোট ১৫ টি আসন সেই নির্বাচন শাসক দলকে হারিয়ে দশটিতে জয়যুক্ত হলেন সি আই টি ইউ। রাজ্যে শাসক দল ঘন ঘন দলীয় নেতৃত্ব পরিবর্তন তার একটা প্রভাব পড়েছে বলে এলাকার মানুষের দাবি । থার্মাল পাওয়ার নির্বাচনে সি.আই.টি.ইউ ১৫ টি আসনের মধ্যে ১০ টি আসনে জয় যুক্ত হয়েছে।  নির্বাচনে সকল  ভোটারদের অভিনন্দন জানান এলাকার প্রাক্তন বিধায়ক ইব্রাহিম আলি।


No comments