Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গত দুবছর করোনা কাটিয়ে ফের নতুন উদ্যমে আবারও শুরু হল তমলুকের ঐতিহ্যবাহী ২১ কিমি মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

গত দুবছর করোনা কাটিয়ে ফের নতুন উদ্যমে আবারও শুরু হল তমলুকের ঐতিহ্যবাহী ২১ কিমি মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ইয়ুথ স্পোটিং ক্লাবের  উদ্যোগে অনুষ্ঠিত হলো ২১কিমি মিনি ম্যারাথন প্রতিযোগিতা, শুরু হয় মে…

 




গত দুবছর করোনা কাটিয়ে ফের নতুন উদ্যমে আবারও শুরু হল তমলুকের ঐতিহ্যবাহী ২১ কিমি মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা



পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ইয়ুথ স্পোটিং ক্লাবের  উদ্যোগে অনুষ্ঠিত হলো ২১কিমি মিনি ম্যারাথন প্রতিযোগিতা, শুরু হয় মেছেদা কেটিপিপি মোড় থেকে তমলুক শহর ঘুরে শেষ হয় তমলুকের তমলুক ইউথ স্পোর্টিং ক্লাব সংলগ্ন শংকরআড়া বাসপুলে। এই ২১ কিমি মিনি ম্যারাথনে দুটি বিভাগ করা হয় পুরুষ বিভাগ হয় ২১ কিমি এবং মহিলা বিভাগ হয় ১০ কিমি। মহিলা ১০কিমি ম্যারাথন শুরু হয় ডিমারী বাস স্ট্যান্ড থেকে। এই মিনি ম্যারাথন এবছর ২৯ তম বর্ষে পদার্পণ করল। এই ম্যারাথনে অংশগ্রহণ করে, জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিযোগিতারা। মিনি ম্যারাথনের পুরুষ বিভাগের পুরস্কার ছিল পঞ্চাশ হাজার, তিরিশ হাজার টাকা, কুড়ি হাজার টাকা, দশ হাজার টাকা, পাঁচ হাজার টাকা সহ ট্রফি দেওয়া হয়, এবং মহিলা বিভাগে দশ হাজার,পাঁচ হাজার,তিন হাজার,দু হাজার,এক হাজার টাকা সহ ট্রফি দেওয়া হয়। এই মিনি ম্যারাথন দেখার জন্য রাস্তার পাশে ভিড় জমায় কয়েকশো দর্শক, পাশাপাশি রাস্তার পাশে থাকা সমস্ত ক্লাবগুলি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

২১ কিমিতে প্রথম হয় অনুপম মাহাত, পশ্চিম মেদিনীপুর, দ্বিতীয় হয় অর্জুন টুডু ঝাড়খন্ডএবং তৃতীয় হয় শাহিনুর মোল্লা উত্তর ২৪ পরগনা।মহিলা বিভাগে প্রথম হয় মুক্তি বায়েন, দক্ষিণ ২৪ পরগনা দ্বিতীয় হয় আশা কুমারী,ঝাড়খন্ড এবং তৃতীয় হয় লাবনী সাহু পূর্ব মেদিনীপুর।

No comments