Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

haldla at transport minister : হলদিয়া শিল্প শহরে দূষণের মাত্রা বাড়ছে? তাই ই বাস চালানোর সিদ্ধান্ত পরিবহনমন্ত্রী

হলদিয়া শিল্প শহরে দূষণের মাত্রা বাড়ছে? তাই ই বাস চালানোর সিদ্ধান্ত পরিবহনমন্ত্রীহলদিয়ার শিল্প মেলায় ঘোষণা করলেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী হলদিয়ার শিল্প মেলায় ঘোষণা করলেন হলদিয়া শহরে দূষণের  কথা ভেবে হলদিয়ায় ই-বা…

 



হলদিয়া শিল্প শহরে দূষণের মাত্রা বাড়ছে? তাই ই বাস চালানোর সিদ্ধান্ত পরিবহনমন্ত্রী

হলদিয়ার শিল্প মেলায় ঘোষণা করলেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী হলদিয়ার শিল্প মেলায় ঘোষণা করলেন হলদিয়া শহরে দূষণের  কথা ভেবে হলদিয়ায় ই-বাস পরিষেবা চালু হবে বলেন পরিবহণ মন্ত্রী স্নেহাসিস চক্রবর্তী। তিনি আরও দূরবর্তী শ্রমিকদের রাতে বাড়ি ফিরতে অসুবিধা হয়, সেই কথা ভেবে গভীর রাত পর্যন্ত বাস চালানোর কথা । হলদিয়া থেকে নন্দকুমার পর্যন্ত।  হলদিয়া থেকে নয়াচর যাওয়ার জেটি ঘাট মেরামতির আশ্বাস দেন।  সেই সঙ্গে তিনি বলেন হাইকোর্টের নির্দেশে দূষণের মাত্রা কমাতে  রাজ্যে ১৫ বছরের পুরানো বেশি বাস কে বাতিল করা হচ্ছে, 

হলদিয়া থেকে ফারাকা পর্যন্ত ৭৮ টি নতুন জেটি ঘাট হচ্ছে তার মধ্যেই ৯ টির উদ্বোধন হয়েছে বলে জানান।করোনা কালে বাসে ঘাটতি হয়েছিল,রাজ্যে আরো ১১৮০ নতুন মিনি বাস নামাবে সরকার,সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর ভূয়োষী প্রশংসা করেন।এইচডিএর চেয়ারম্যান জোর্তিময় কর বলেন হলদিয়া মেলা৫১৮টি ষ্টল রয়েছে,হস্ত শিল্পের স্টল রয়েছে ২৬৪ টি সবলা মেলার স্টল রয়েছে ৪৫ টি,হস্ত শিল্প মেলায় দুই লক্ষ টাকা সেল হয়েছে।  জানান তিনি, হলদিয়া শিল্পাঞ্চলে ১০ হাজার দক্ষ শ্রমিকের কর্ম সংস্থান হয়েছে এবং ৭০ হাজারের বেশি অদক্ষ শ্রমিকদের কাজ হয়েছে,  আই ও সি, সি পি টি,টাটা,এক্সসাইড,এইচ পি এল, হিন্দুস্তান,পেট্রোকেমিক্যাল সহ একাধিক কলকারখানার।

এবারে হলদিয়া মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দোকানে এসেছে ।যেমন দার্জিলিং,ভুটান বিভিন্ন এলাকা থেকে ।

উপস্থিত ছিলেন এইচডিএর চেয়ারম্যান জোর্তিময় কর,এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি,এইচডিএর ভাইস চেয়ারম্যান সাধন জানা,নন্দকুমার মিশ্র, হলদিয়া ডেভেলাপমেন্ট অথরিটির সিও সুধীর কোন্থাম সহ স্বপন নস্কর, সুধাংশুশেখর মণ্ডল, সেক আজিজুল রহমান  প্রমুখ।

No comments