Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সামনে পঞ্চায়েত ভোট। সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে মরিয়া রাজ্যের শাসকদল

সামনে পঞ্চায়েত ভোট। সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে মরিয়া রাজ্যের শাসকদল
 নজরে পঞ্চায়েত ভোট। সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে মরিয়া রাজ্যের শাসকদল। ইতিমধ্যেই আদা-জল খেয়ে মাঠে নেমে পড়েছে শাসকদল। বুথে বুথে সংগঠনকে ঢেলে সাজাতে জোরকদমে প্রস্তুতি…

 


সামনে পঞ্চায়েত ভোট। সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে মরিয়া রাজ্যের শাসকদল


 নজরে পঞ্চায়েত ভোট। সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে মরিয়া রাজ্যের শাসকদল। ইতিমধ্যেই আদা-জল খেয়ে মাঠে নেমে পড়েছে শাসকদল। বুথে বুথে সংগঠনকে ঢেলে সাজাতে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির। তবে বিরোধীদের একইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল। সোমবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ ব্লকের ব্রজলালপুর গ্রাম পঞ্চায়েতের গোয়ালদাতে সাংগঠনিক বৈঠক করল তৃণমূল। তৃণমূল সূত্রের খবর, নেতা নয় কর্মীরাই দলের আসল সম্পদ। তাই আগামী পঞ্চায়েত নির্বাচনে বুথস্তরে সংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে। পাশাপাশি বর্তমান রাজ্য সরকারের উন্নয়নমূলক জনমুখী প্রকল্পের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে।  দলের সমস্ত নেতা-কর্মীদেরদের সঙ্গে নিয়েই একত্রিত হয়ে কাজ করার বার্তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন পটাশপুর ১ ব্লক তৃণমূল সভাপতি পিজুস কান্তি পন্ডা, দলের ব্লক সহ-সভাপতি বিনয় পট্টনায়ক, শেখ মকসেদ আলি খান, স্থানীয় পঞ্চায়েত সদস্য বাপি কুমার পাত্র, দলের অঞ্চল তৃণমূল সভাপতি চম্পক কুমার মন্ডল প্রমুখ।

No comments