Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হাঁসচড়া মৃত্যুঞ্জয় ধনঞ্জয় উচ্চ বিদ্যালয় (উঃমাঃ) বর্ষ ব্যাপি পূর্তি উৎসব এর সমাপনী অনুষ্ঠান।

হাঁসচড়া মৃত্যুঞ্জয় ধনঞ্জয় উচ্চ বিদ্যালয় (উঃমাঃ) বর্ষ ব্যাপি পূর্তি উৎসব এর সমাপনী অনুষ্ঠান।

হাঁসচড়া এমডি হাইস্কুলের শতবর্ষ পূর্তি উৎসবের সমাপ্তি

 বৃহস্পতিবার শতাব্দী প্রাচীন হাঁসচড়া এমডি হাইস্কুলের (উচ্চ মাধ্যমিক) বর্ষব্যাপী …

 




হাঁসচড়া মৃত্যুঞ্জয় ধনঞ্জয় উচ্চ বিদ্যালয় (উঃমাঃ) বর্ষ ব্যাপি পূর্তি উৎসব এর সমাপনী অনুষ্ঠান।



হাঁসচড়া এমডি হাইস্কুলের শতবর্ষ পূর্তি উৎসবের সমাপ্তি



 বৃহস্পতিবার শতাব্দী প্রাচীন হাঁসচড়া এমডি হাইস্কুলের (উচ্চ মাধ্যমিক) বর্ষব্যাপী শতবর্ষ পূর্তি উৎসবের সমাপ্তি হল। ৩-৫ জানুয়ারি তিনদিন ধরে শতবর্ষ পূর্তি উৎসবের অনুষ্ঠান হয়। ৩ জানুয়ারি উৎসবের সূচনা করেন তমলুক রামকৃষ্ণ সেবাশ্রমের স্বামী একরূপানন্দজি মহারাজ। 

ভিডিও দেখতে ক্লিক করুন।

https://youtu.be/rhi3itcZIyM

স্কুলের প্রধান শিক্ষক বি তথা উৎসব কমিটির কার্যকরী সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, ৪ জানুয়ারি স্কুলে বড় আকারে প্রাক্তনী সমাবেশ হয়েছে। সাড়ে ৪ হাজারের বেশি প্রাক্তনী উপস্থিত ছিলেন। রাজ্য ও দেশের মধ্যে কৃতী ছাত্রছাত্রী সূর্যতপা সাঁতরা, সুদীপ নারায়ণ জানা, সারস্বত গায়েন, মঙ্গলদীপ মাইতি ও কৃষ্ণপদ মাইতিকে সংবর্ধনা দেওয়া হয়। ৫ জানুয়ারি উৎসবের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিলি, প্রাক্তন ছাত্রী ও শিক্ষকদের অভিনীত যাত্রা পরিবেশিত হয়। তিনদিন বিভিন্ন অনুষ্ঠান ছাড়াও শতবর্ষ ভবনের শিলান্যাস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন, স্মরণিকা প্রকাশ, মডেল ও চিত্রকলা প্রদর্শনীতে ভিড় উপচে পড়ে।

No comments