Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আমার ব‍্যথার পুজা- শান্তা লতা বিষয়ী সাহা

আমার ব‍্যথার পুজা- শান্তা লতা বিষয়ী সাহা
             ( ১ )কোথায় পাব তারে,বিজন মরু প্রান্তরেসঘন গহণ বনেনিস্প্রভ গুহা কন্দরে,সকল দুখের প্রদীপ জ্বেলেব‍্যথার পুজার সমাপন লাগিখুঁজে ফিরি আমি তারে। 
              ( ২ )আনন্দগান সে তো সবা…

 




আমার ব‍্যথার পুজা- শান্তা লতা বিষয়ী সাহা


             ( ১ )

কোথায় পাব তারে,

বিজন মরু প্রান্তরে

সঘন গহণ বনে

নিস্প্রভ গুহা কন্দরে,

সকল দুখের প্রদীপ জ্বেলে

ব‍্যথার পুজার সমাপন লাগি

খুঁজে ফিরি আমি তারে। 


              ( ২ )

আনন্দগান সে তো সবাই গায়,

তুমি যে আমার দুখের ভাগীদার

দুঃখ যাপন সেও তো এক সাধনা

এ সাধনায় 

শান্ত করি হৃদয় মন প্রাণ। 


                 ( ৩ )

তোমাকে আপন করে পাব বলে,

ওগো আমার আবহ সঙ্গীত.... 

মন্দ্রিত মন্থরতা হলো তার ভঙ্গি,

তোমাকে ছাড়া কান্নাকেও 

আপন করে পাই না,

এ সাধনা সকল অবগুন্ঠনের সঙ্গী। 


                 ( ৪ )

তুমি আমার অন্ধকারের আলো,

নির্জনতার ক‍্যানভাসে, আমার 

ভাবনাগুলো রঙ তুলি

লেখন আমার অঞ্জলী,

নিত‍্য নতুন সৃষ্টি মাঝে 

নিজেকে ধরার এষণা। 


              ( ৫ )

"খেলিছ এ বিশ্ব লয়ে...."

এ কি নিছকই খেলা?

না কি নিজেকে দেখার অবসর!

নিরজনে খুঁজে ফিরি আপনারে জেনে

আলোর কোষ্ঠিতে 

শুদ্ধ করি আপন হৃদয়। 


              ( ৬ )

মেকি রঙ মেকি খাদ বাদ দিয়ে,

আমি কোথায় বসে বাঁধবো 

আমার স্মরণ বীণ?

বেদনার মতো হারানো দিন?

জনতার ভিড়ে অভিঘাতে

দূরে হারানো সুরে

চোখ বুজে পাওয়া নিরালায় বসে 

আলোর মাঝে। 


                 ( ৭ ) 

শৈশবের বৈভব হারিয়ে,

গভীর নিশিথের ক্রন্দনে

শেষ রাতের জেগে উঠা 

পাখীর কূজনে,

ভালোবাসার অবসর 

খুঁজে ফিরি আপনারে জেনে। 


                ( ৮ )

সে দেশে যাওয়ার জন‍্য ব‍্যাকুল প্রাণ,

খুঁজে ফেরে শেষ তপস‍্যার ভোর।

শেষ খেয়া পারের

খেয়ালহীন আঁধারহীন

মৌন মুখরিত বিশ্ব মাঝে

পাড়ি দেওয়ার পারাণী,

আমার নিঃশব্দ নির্জন শূণ‍্যতা

পরম পবিত্র সত‍্য সুন্দর 

আমার ব‍্যথার পূজার সমাপন।।

No comments