Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

May 18, 2025

Weather Location

Popular Posts

Breaking News:

সাইবার প্রতারকদের খপ্পরে পড়েন হলদিয়া কেক ব্যবসায়ী

সাইবার প্রতারকদের খপ্পরে পড়েন হলদিয়া কেক ব্যবসায়ী
হলদিয়ার বাসুদেবপুর খঞ্জনচকের বাসিন্দা অভিজিৎ সামন্ত। পেশায় একজন ব্যবসায়ী। কলকাতার একটি নামী কেক প্রস্তুতকারী সংস্থার ফ্র্যাঞ্চাইজি বা এজেন্সি নিতে গিয়ে সাইবার প্রতারকদের খপ্…

 


সাইবার প্রতারকদের খপ্পরে পড়েন হলদিয়া কেক ব্যবসায়ী


হলদিয়ার বাসুদেবপুর খঞ্জনচকের বাসিন্দা অভিজিৎ সামন্ত। পেশায় একজন ব্যবসায়ী। কলকাতার একটি নামী কেক প্রস্তুতকারী সংস্থার ফ্র্যাঞ্চাইজি বা এজেন্সি নিতে গিয়ে সাইবার প্রতারকদের খপ্পরে পড়েন। খুইয়ে ফেলেন লক্ষাধিক টাকা। অভিযোগ, সংস্থার ওয়েবসাইট দেখে আবেদন করতে গিয়েই তিনি প্রতারিত হয়েছেন। গত ২৬ জানুয়ারি দুর্গাচক থানায় ওই কেক ও ফুড প্রস্তুতকারক সংস্থার নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন অভিজিৎবাবু। পুলিস সূত্রে জানা গিয়েছে, মেয়ের নামে অভিজিৎবাবু কেকের দোকান খোলার জন্য ওয়েবসাইটে গিয়ে আবেদন করেন। এরপর একটি নম্বর থেকে ফোন আসে এবং ডিলারশিপ কনফারমেশন মেল পাঠানো হয় তাঁকে। মেম্বারশিপের জন্য ২৫ হাজার টাকা ও ১ লক্ষ টাকা সিকিউরিটি মানি জমা করতে বলা হয়। টাকা জমা দিলে তবেই কলকাতা থেকে টিম এসে দোকান সাজাবে। সেইমতো অভিজিৎবাবু ওই সংস্থার নামে অনলাইনে দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার ও ৭৫ হাজার টাকা পেমেন্ট করেন। পরে তিনি বুঝতে পারেন সাইবার প্রতারকরা পুরো টাকাটাই লুট করেছে।

No comments