Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া থেকে বিহার যাওয়ার পথে ভোজ্যতেল বোঝাই ট্রাক হাইজ্যাক

হলদিয়া থেকে বিহার যাওয়ার পথে ভোজ্যতেল বোঝাই ট্রাক হাইজ্যাক
 হলদিয়া বন্দরঃ জিপিএস সিস্টেমকে ধোঁকা দিয়েই হলদিয়ায় ফের ট্রাক হাইজ্যাক। এদিকে, আবার কলকাতার এক নামী কেক প্রস্তুতকারক সংস্থার ফ্র্যাঞ্চাইজি নিতে গিয়ে সাইবার প্রতারণা…

 




হলদিয়া থেকে বিহার যাওয়ার পথে ভোজ্যতেল বোঝাই ট্রাক হাইজ্যাক


 হলদিয়া বন্দরঃ জিপিএস সিস্টেমকে ধোঁকা দিয়েই হলদিয়ায় ফের ট্রাক হাইজ্যাক। এদিকে, আবার কলকাতার এক নামী কেক প্রস্তুতকারক সংস্থার ফ্র্যাঞ্চাইজি নিতে গিয়ে সাইবার প্রতারণার ফাঁদে পড়লেন হলদিয়ার ব্যবসায়ী। খোয়ালেন প্রায় লক্ষাধিক টাকা। সোমবার দু'টি ঘটনা সামনে আসতেই সরগরম শিল্পাঞ্চল। উদ্বিগ্ন শিল্পসংস্থা থেকে ব্যবসায়ী মহলা

পুলিস সূত্রে খবর, প্রায় ২২ লক্ষ টাকার ভোজ্যতেল নিয়ে হলদিয়া থেকে বিহার যাচ্ছিল ওই ট্রাকটি। সেটি মাঝরাস্তা থেকে উধাও হয়ে যায়। ঘটনার পর পেরিয়ে গিয়েছে প্রায় এক মাস ১৫ দিন। এখনও পণ্য সহ ট্রাক ও ড্রাইভারের হদিশ মেলেনি। ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে লাইমলাইট সেলস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা। সেই অভিযোগ সূত্রে জানা গিয়েছে, হলদিয়ার ইমামি এগ্রোটেক কারখানা থেকে ভোজ্যতেল বোঝাই করে বিহারের বেতাইয়ের সারদা এন্টারপ্রাইজ নামে একটি সংস্থায় যাওয়ার কথা ছিল ট্রাকটির। গত ২০ ডিসেম্বর ওই ট্রাকে ৬০১টি টিন এইচবিসি প্রো- অয়েল (প্রতি টিনের ওজন ১৫ কেজি) এবং ১ হাজার টিন এইচবিসি প্রো-এডিবল অয়েল বোঝাই করা ছিল। ২৩ ডিসেম্বর রাত সাড়ে ৯টা নাগাদ অভিযোগকারী সংস্থার ম্যানেজারের সঙ্গে ট্রাকচালকের শেষ যোগাযোগ হয়। ট্রাক ড্রাইভার নিজেই গাড়ির মালিক। জিপিএস সিস্টেমের তথ্য অনুযায়ী, ওই সময় ট্রাকটি ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার ২০ নম্বর জাতীয় সড়কের পাশে সিজুয়া নামে একটি জায়গা থেকে ১৩৬ কিলোমিটার দূরে অবস্থান করছিল। কিন্তু ২৪ ডিসেম্বর দুপুর দেড়টার পর থেকে জিপিএস নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ট্রাকটি। তারপর থেকে সেটির কোনও খোঁজ নেই। পরে বিহারের ওই সংস্থার কাছে বারবার খোঁজ নিয়ে জানা যায়, সেখানে ট্রাক পৌঁছয়নি। গত ১২ জানুয়ারি আদালতের নির্দেশে ভবানীপুর থানা অভিযোগ নথিভুক্ত করে। কিন্তু তারপর দু'সপ্তাহ গড়িয়ে গেলেও ভোজ্যতেল সহ ট্রাকের সন্ধান পায়নি পুলিস।

হলদিয়া থেকে ভিনরাজ্যে পণ্য নিয়ে যাওয়ার পথে ট্রাক হাইজ্যাকের ঘটনা নতুন কিছু নয়। গত ৮ নভেম্বর হলদিয়ার ইমামি এগ্রোটেক থেকে একইভাবে রাজস্থানের জয়পুর যাওয়ার পথে ২৬ লক্ষ টাকার ভোজ্যতেল নিয়ে উধাও হয় একটি ট্যাঙ্কার। ওই একই দিনে হলদিয়া রিফাইনারি থেকে আরও একটি ২৫ মেট্রিক টন বিটুমিন বোঝাই ট্রাক ছিনতাই হয়েছিল। এর ঠিক এক সপ্তাহ আগে অর্থাৎ, ৩০ অক্টোবর হলদিয়া ডক কমপ্লেক্স থেকে স্কিম কোলেরত ট্রাক ছিনতাই হয়। হলদিয়ার এসডিপিও রাহুল পাণ্ডে এদিন। বলেছেন, 'প্রতিটি ঘটনায় আলাদা করে তদন্ত চলছে।

ঘটনাগুলির মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জাল নথি ব্যবহার করে গাড়ি ছিনতাইয়ের ঘটনাও ঘটছে।



No comments