Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেলা পরিষদের সংসদ সভায় রেশন সমস্যা নিয়ে তর্কে জড়ালেন পঞ্চায়েত প্রতিনিধিরা

জেলা পরিষদের সংসদ সভায় রেশন সমস্যা নিয়ে তর্কে জড়ালেন পঞ্চায়েত প্রতিনিধিরা
সংবাদদাতা, হলদিয়া: মঙ্গলবার মহিষাদলে জেলা পরিষদের বার্ষিক সংসদ সভায় বেহাল গ্রামীণ রাস্তা, আধার লিঙ্ক না হওয়ায় রেশন সমস্যা, বার্ধক্য ভাতা, আবাস যোজনা…

 



জেলা পরিষদের সংসদ সভায় রেশন সমস্যা নিয়ে তর্কে জড়ালেন পঞ্চায়েত প্রতিনিধিরা


সংবাদদাতা, হলদিয়া: মঙ্গলবার মহিষাদলে জেলা পরিষদের বার্ষিক সংসদ সভায় বেহাল গ্রামীণ রাস্তা, আধার লিঙ্ক না হওয়ায় রেশন সমস্যা, বার্ধক্য ভাতা, আবাস যোজনার তালিকা, কেন্দ্রগুলিতে অচলাবস্থা নিয়ে সরব হলেন পঞ্চায়েত প্রতিনিধিরা। বিভিন্ন পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষরা অভিযোগ করেন, আধার জটিলতায় বহু মানুষ রেশন থেকে বঞ্চিত হচ্ছেন। বার বার সংশোধন করেও কারও বানান ভুল, হাতের ছাপ মিলছে না, সংশোধন করাতে গিয়ে ৫০০-১০০০ টাকা করে নেওয়া হচ্ছে। বিডিও, এসডিও এমনকী জেলা প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি। ওই বক্তব্য থামিয়ে দেওয়ার কারণে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কয়েকজন পঞ্চায়েত প্রতিনিধি। শেষমেশ পঞ্চায়েত প্রতিনিধিরা প্রস্তাব দেন, হয়রানির হাত থেকে রেহাই পেতে সরকারিভাবে ব্লকে আধার কার্ড কেন্দ্র চালু করা হোক। প্রতিটি ব্লকেই যাতে সরকারি আধার কার্ড পরিষেবা কেন্দ্র খোলা যায় সে বিষয়ে সমস্ত ব্লকের খাদ্য কর্মাধ্যক্ষ ও ফুড ইন্সপেক্টরদের নিয়ে পনের দিনের মধ্যেই বৈঠক করা হবে বলে এদিন সংসদ সভায় সিদ্ধান্ত হয়েছে।

মহিষাদলের কাপাস এড়িয়ায় নবনির্মিত অত্যাধুনিক অডিটোরিয়ামে এদিন সংসদ সভা হয়। সরকারি সভা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে এদিন নতুন অডিটোরিয়ামের সূচনা হয়। মহিষাদলের প্রাক্তনবিধায়ক ও মন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদারের উদ্যোগে প্রায় ১০ কোটি টাকা খরচে এটি তৈরি করেছে পিডব্লুডি। এদিন সংসদ সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, অতিরিক্ত জেলাশাসক শ্বেতা আগরওয়াল, বিধায়ক তিলক চক্রবর্তী সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা। তবে এদিন জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ান সহ একাধিক কর্মাধ্যক্ষ অনুপস্থিত থাকায় গুঞ্জন শুরু হয়। সভায় ২২৩টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং ২৫টি পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষদের অনেকেই এদিন অনুপস্থিত থাকায় অডিটোরিয়ামের এই সমস্যা হয়েছে। বহু আসন ফাঁকা ছিল।অডিটোরিয়াম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব মহিষাদল পঞ্চায়েত সমিতি না জেলা পরিষদ কার হাতে থাকবে তা নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। জেলা পরিষদ জানিয়েছে, আলাপ আলোচনার মাধ্যমেই এই বিষয়টি ঠিক হবে।এদিন সভায় জেলা পরিষদের স্থায়ী সম্পদ রক্ষা এবং সেগুলি ব্যবহার করে আয় বাড়ানোর উপর পড়ছে। জোর দেওয়া হয়। জেলা সভাধিপতি নিজেই অভিযোগ করেন, জেলা পরিষদের স্থায়ী সম্পদ দখল করে একদল লোক ব্যবসা করছে। অথচ জেলা পরিষদ ন্যূনতম অর্থ পায় না। কাউকে অস্থায়ীভাবে জমি ব্যবহার করতে দেওয়া হয়েছে। তারা স্থায়ী কাঠামো গড়ে মাসে ৪০-৫০ হাজার টাকা আয়

করছে। চণ্ডীপুরে এধরনের অভিযোগ পেয়ে ১৩-১৪ জনকে নোটিস পাঠানো হয়েছে। সারা জেলাজুড়েই এভাবে ধাপে ধাপে নোটিস পাঠানো হবে। সভাধিপতি এদিন বলেন, জেলায় বেসরকারি নার্সিংহোমগুলি চিকিৎসার নামে প্রতারণা করছে এবং সাধারণ মানুষের টাকা শোষণ করছে। এবিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের সতর্ক হতে হবে এবং মানুষের পাশে থাকতে হবে। তিনি বলেন, জেলায় গ্রামীণ রাস্তা ঢালাই হওয়ার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছি। অনেক এলাকায় রাস্তা খুবই বেহাল। করোনার কারণে

কাঁথির তিনটি ব্লকে নোনা পানীয় জলের সমস্যা মেটাতে প্রায় ৭ কোটি টাকা খরচে চারটি প্রকল্প হচ্ছে। দেশপ্রাণের সরদা, কাঁথি-৩ এর দুরমুঠ ও মারিশদা গ্রাম পঞ্চায়েত এবং কাঁথি-১ এর হৈপুর পঞ্চায়েতে মাটির তলার লবণাক্ত জল শোধন করার প্রকল্প হচ্ছে। আবাস প্লাসের তালিকা প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ১৭টি বিধিনিষেধের কারণে অনেকের নাম বাদ। ২০১৮ সালের সার্ভে তালিকায় যাঁদের নাম নেই, কাঁচাবাড়ি হলেও এখন কিছু করার নেই। এজন্য আমরা ব্যথিত। এদিন সংসদ সভায় প্রত্যেক ব্লক থেকে ৪টি করে উন্নয়নমূলক প্রস্তাব চাওয়া হয়। মহিষাদল পঞ্চায়েত সমিতি ব্লক হাসপাতালকে ৮০ শয্যা করা সহ চারটি প্রস্তাব দিয়েছে।

No comments