Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া ট্রমা সেন্টারকে সুপার স্পেশালিটি হাসপাতালে পরিণত করার প্রস্তাব রাজ্যকে

হলদিয়া ট্রমা সেন্টারকে সুপার স্পেশালিটি হাসপাতালে পরিণত করার প্রস্তাব রাজ্যকে হলদিয়া ট্রমা সেন্টারকে সুপার স্পেশালিটি হাসপাতাল করার প্রস্তাব রাজ্যের কাছে পাঠাল হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ (এইচডিএ)। সাড়ে ২৮ কোটি টাকা ব্যয়ে তৈরি …

 




হলদিয়া ট্রমা সেন্টারকে সুপার স্পেশালিটি হাসপাতালে পরিণত করার প্রস্তাব রাজ্যকে

 হলদিয়া ট্রমা সেন্টারকে সুপার স্পেশালিটি হাসপাতাল করার প্রস্তাব রাজ্যের কাছে পাঠাল হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ (এইচডিএ)। সাড়ে ২৮ কোটি টাকা ব্যয়ে তৈরি এই বিশাল পরিকাঠামোটি দ্রুত স্বাস্থ্য পরিষেবার কাজে লাগাতে সোমবার নগরোন্নয়ন স্ট্যান্ডিং কমিটির কাছে আর্জি জানিয়েছে এইচডিএ। তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন ৬ সদস্যের নগরোন্নয়ন স্ট্যান্ডিং কমিটি এদিন বিকেলে সিটি সেন্টার সংলগ্ন ট্রমা সেন্টার পরিদর্শন করেন। নির্মাণ কাজ শেষ হওয়ার পর প্রায় ৪বছর ধরে ট্রমা সেন্টার পড়ে রয়েছে। একসময় ১১০ শয্যার এই পরিকাঠামো পরিচালনার ভার কোনও বেসরকারি সংস্থা বা হাসপাতালের হাতে তুলে দেওয়ার চেষ্টা চালায় এইচডিএ। এজন্য পর পর তিনটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ সমীক্ষাও চালায়। কিন্তু কেউই শেষমেশ এগিয়ে না আসায় চিন্তায় পড়ে এইচডিএ। কারণ ট্রমা সেন্টার চালানোর জন্য দক্ষ হেল্থ এজেন্সি দরকার।

এদিন দুপুর আড়াইটে নাগাদ এইচডিএতে আসে স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দল। কমিটির চেয়ারম্যান তাপস চট্টোপাধ্যায় ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন দেবাশিস কুমার, অপূর্ব সরকার, নীলাদ্রিশেখর দাম, আব্দুল সৌমিক হোসেন এবং রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এদিন এইচডিএর উন্নয়ন সংক্রান্ত বিষয়ে বৈঠক করে স্ট্যান্ডিং কমিটি। বৈঠকে এইচডিএর চেয়ারম্যান ছাড়াও ছিলেন অতিরিক্ত জেলাশাসক দিব্যা মুরুগেশন, এইচডিএর এগজিকিউটিভ অফিসার কিশোর বিশ্বাস প্রমুখ। এইচডিএতে মুখ্যমন্ত্রী যে সমস্ত ক্ষেত্রে বড় সুযোগ আসবে।

প্রকল্পের উদ্বোধন করেছেন সেগুলির অগ্রগতি নিয়ে খোঁজ নেয় কমিটি। এইচডিএ কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন সাড়ে ৫৮ কোটি টাকা ব্যয়ে রাস্তাঘাট সহ যে সমস্ত প্রকল্প গড়ে উঠেছে বা কাজ চলছে সে বিষয়ে সাম্প্রতিক স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে। এরমধ্যে এইচডিএ নিজস্ব তহবিল থেকে খরচ করেছে ৪১ কোটি টাকা এবং সাড়ে ১৭ কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বলেন, এইচডিএ জলপ্রকল্প সহ ৫-৬টি উন্নয়ন প্রকল্পের কাজকর্মের রিপোর্ট দিয়েছে। এবিষয়ে বিস্তারিত খোঁজ নিয়েছি। ট্রমা সেন্টার নিয়ে ওরা একটা প্রস্তাব দিয়েছে। রাজ্য সরকারকে এবিষয়ে জানাব। পূর্ব মেদিনীপুরে এইচডিএ ও দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের কাজকর্ম কেমন হচ্ছে সেই বিষয়গুলি খতিয়ে দেখতেই দু'দিনের ভিজিটে এসেছি। এইচডিএর চেয়ারম্যান বলেন, হলদিয়ায় এত বেশি শয্যার ট্রমা সেন্টার চালানোর মতো অবস্থা নেই। সেজন্য শিল্পাঞ্চলে কাজে লাগবে এমন একটি সুপার স্পেশালিটি হাসপাতালে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এনিয়ে সম্প্রতি রাজ্যের স্বাস্থ্যদপ্তর ও নগরোন্নয়ন দপ্তরে অনুমোদন চেয়ে চিঠি পাঠিয়েছি। সেই একই প্রস্তাব এদিন স্ট্যান্ডিং কমিটিকে দেওয়া হয়েছে। ওই হাসপাতালের মধ্যেই ১৫-২০টি শয্যার ট্রমা ইউনিট রাখা হবে। স্থানীয়দের অভিযোগ, ট্রমা সেন্টার দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার কারণে অসামাজিক কাজকর্ম বাড়ছে ওই চত্বরে। তাঁরা চান, এলাকায় দ্রুত হাসপাতাল গড়ে উঠুক। তাহলে মানুষের কাজের সুযোগ তৈরি হবে এবং চিকিৎসার

No comments