শিল্প শহর থেকে সদ্যজাত শিশু উদ্ধার মঙ্গলবার সকালে হলদিয়ার সুতাহাটা থানার অন্তর্গত ঢেকুয়া গ্ৰামে রাস্তার ধারে ধান জমি থেকে এক সদ্যজাত পুত্র সন্তানশিশুকে উদ্ধার করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে,এদিন সকালে গ্ৰামবাসীরা মাঠে ধা…
শিল্প শহর থেকে সদ্যজাত শিশু উদ্ধার
মঙ্গলবার সকালে হলদিয়ার সুতাহাটা থানার অন্তর্গত ঢেকুয়া গ্ৰামে রাস্তার ধারে ধান জমি থেকে এক সদ্যজাত পুত্র সন্তান
শিশুকে উদ্ধার করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে,এদিন সকালে গ্ৰামবাসীরা মাঠে ধান কাটতে যাওয়ার সময় প্লাস্টিকে মোড়া ওই সদ্যজাত শিশুকে দেখতে পায়।স্থানীয়দের তৎপরতায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।সদ্যজাত শিশুটি বর্তমানে হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।হাসপাতাল সুপার সুভাষ মাহাত জানিয়েছেন, "শিশুটি আপাতত সুস্থ রয়েছে,হাসপাতালের তরফ থেকে যাবতীয় যত্ন নেওয়া হচ্ছে।"
No comments