Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

"কাজ চাই" মেশিনে নয়,মানুষের দ্বারা হোক কাজ- দাবি তুলে বিক্ষোভে স্থানীয়রা

"কাজ চাই" মেশিনে নয়,মানুষের দ্বারা হোক কাজ- দাবি তুলে বিক্ষোভে স্থানীয়রা
 "কাজ চাই" মেশিনে নয়, মানুষের দ্বারা হোক কাজ- দাবি তুলে বিক্ষোভে সামিল হয় পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের গেঁওখালীর তেঁতুলবেড়িয়া গ্…

 



 "কাজ চাই" মেশিনে নয়,মানুষের দ্বারা হোক কাজ- দাবি তুলে বিক্ষোভে স্থানীয়রা


 "কাজ চাই" মেশিনে নয়, মানুষের দ্বারা হোক কাজ- দাবি তুলে বিক্ষোভে সামিল হয় পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের গেঁওখালীর তেঁতুলবেড়িয়া গ্রামের কয়েকশ পরিবার। তাদের দাবি দীর্ঘ প্রায় ৭ বছর ধরে গেঁওখালীর তেঁতুলবেড়িয়ায় রুপনারায়ন নদীর পাড় থেকে জলপথে রাজ্যের বিভিন্ন প্রান্তে ইমারতি জিনিস আদানপ্রদান করা হয়। আর সেই ইমারতি জিনিস এলাকার মানুষের দ্বারা করা হতো। সম্প্রতি এলাকার মানুষকে কাজ না নিয়ে মেশিনের মাধ্যমে করা কাজ হারিয়েছে এলাকার বহু মানুষ। তাদের রুজিরুটিতে টান পড়েছে। ফলে "কাজ চাই" মেশিনের  নয় মানুষের দ্বারা আগের মতো কাজ করার দাবি জানায়। এর ফলে বর্তমান কাজ বন্ধ হয়ে রয়েছে। কিছু স্বার্থান্বেষী মানুষের জন্য এলাকার হাজার হাজার মানুষ তাদের কাজ থেকে বাদ পড়ছে। যাতে আগের মতো মানুষের দ্বারা কাজ হয় তার দাবিতে সোচ্চার হয়েছে এলাকার পুরুষ মহিলারা। কাজের দ্বায়িত্বে থাকা ব্যক্তিরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাইনি। স্থানীয় বিধায়কের সাথে ফোনে যোগাযোগ হলে তিনি বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এখন দেখার কাজ হারা মানুষজন কাজ ফিরে পাই কি না।

No comments