Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১৮৩ জনের নাম ভূয়ো তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)

১৮৩ জনের নাম ভূয়ো তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)


কলকাতা হাইকোর্টের নির্দেশের কয়েক ঘন্টা পেরতেই নবম-দশমে অবৈধ ভাবে সুপারিশপ্রাপ্ত ভূয়ো তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। এই ১৮৩ জনের নাম, রোল নম্বরের …

 ১৮৩ জনের নাম ভূয়ো তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)
কলকাতা হাইকোর্টের নির্দেশের কয়েক ঘন্টা পেরতেই নবম-দশমে অবৈধ ভাবে সুপারিশপ্রাপ্ত ভূয়ো তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। এই ১৮৩ জনের নাম, রোল নম্বরের তালিকাসহ হলফনামা আগেই হাইকোর্টে জমা দিয়েছিল এসএসসি। বৃহস্পতিবার প্রথমার্ধে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, এস এসসিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে নবম-দশমে অবৈধভাবে সুপারিশপ্রাপ্ত ভুয়ো শিক্ষকদের তালিকা তাদের শিক্ষকদেরওয়েবসাইটে প্রকাশ করতে হবে। 


বিচারপতি তাঁর নির্দেশে আরও জানান, এই ১৮৩ জনের মধ্যে কতজন, কোন কোন স্কুলে কর্মরত রয়েছেন সেই তথ্য আগামী তিনদিনের মধ্যে সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শকদের জানাতে হবে। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে পরবর্তী রিপোর্ট পেশ করতে হবে এসএসসি কর্তৃপক্ষকে।

এসএসসির হিসেব অনুযায়ী, নবম দশমে ১৮৩ জনকে অবৈধভাবে সুপারিশ দেওয়া হলেও সিবিআই কিন্তু জানিয়েছে তালিকাটা দীর্ঘ। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, নবম দশমে ১৭, মোট ৯৫২ জন অবৈধভাবে সুপারিশ পেয়েছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৩ ডিসেম্বর এসএসসি কর্তৃপক্ষ, মামলাকারী এবং সিবিআই নিজেদের মধ্যে বৈঠক করবেন। গাজিয়াবাদ এবং এসএসসি দপ্তরের বাজেয়াপ্ত হওয়া হার্ডডিস্ক থেকে ইতিমধ্যেই ওএমআর শিটের যে নমুনা মিলেছে, তা খতিয়ে দেখে রিপোর্ট দেবে সিবিআই। এসএসসির উদ্দেশে এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অভয় বার্তা, "কোনওরকম ভয় পাবেন না। অনেক ধেড়ে ইঁদুর বেরবে।”

সূত্রের খবর, এদিন এসএসসি অবৈধভাবে সুপারিশপ্রাপ্ত যে ১৮০ জনের তালিকা প্রকাশ করেছে তার মধ্যে সবচেয়ে বেশি মুর্শিদাবাদে ৩१ জন। এরপরই দক্ষিণ ২৪ পরগনায় ২৯, মালদহে ২৫, দক্ষিণ দিনাজপুরে উত্তর দিনাজপুরে ১৩, কোচবিহারে ১২, পূর্ব মেদিনীপুরে  ১০. জলপাইগুড়িতে ৮, কলকাতায় ৭. বর্ধমানে ৬. বীরভূমে ৫, বাঁকুড়ায় ২ এবং আলিপুরদুয়ার, পশ্চিম মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনায় ত জন করে বেআইনি সুপারিশপ্রাপ্ত প্রার্থী এবিষয়ে তথ্য দিতে হবে। রয়েছেন বলে খবর। বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোলের পাশাপাশি বিজ্ঞানের সমস্ত বিষয় যেমন অঙ্ক, জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানেও মাধ্যমিক স্তরের পড়ুয়াদের ক্লাস নিচ্ছেন অবৈধভাবে নিয়োগপ্রাপ্তরা।

এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসলাসে সিবিআই জানিয়েছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেস ভট্টাচার্য তদন্তের সহযোগিতা করছেন না। এই পরিপ্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সুবিরেশ ভট্টাচার্য তদন্তের সহযোগিতা না করলে সিবিআই উপযুক্ত পদক্ষেপ করবে তদন্ত প্রক্রিয়া, মসৃণ ভাবে চালাতে হবে।

এদিকে, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের অগ্রগতি সংক্রান্ত তথ্য জানতে চান বিচারপতি বিশ্বজিৎ বসু। আগামী সোমবার সিবিআইকে এ বিষয়ে তথ্য দিতে হবে।

জানিয়েছে, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য তদন্তে সহযোগিতা করছেন না। এই প্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, সুবীরেশ ভট্টাচার্য তদন্তে সহযোগিতা না করলে সিবিআই উপযুক্ত পদক্ষেপ করবে। তদন্ত প্রক্রিয়া মসৃণভাবে চালাতে হবে।

এদিকে গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে অগ্রগতি সংক্রান্ত তথ্য জানাতে চান বিচারপতি বিশ্বজিৎ বসু। আগামী সোমবার সিবিআই কে এ বিষয়ে তথ্য দিতে হবে। 

এদিকে বিচারপতি পূর্ণ সমর্থন জানিয়ে কোন বিচারপতির নাম উল্লেখ না করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেছেন যিনি সব কিছু জানেন তাকে উচিত সাক্ষী হিসেবে ট্রিট করা যে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে তারা বিষয়টি ভেবে দেখুক।


No comments