Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভগবানপুর- ১ ব্লকের কোটবাড় অঞ্চলে পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন দপ্তরের পশু চিকিৎসক (সন্দীপ ভুঁইয়া ) প্রধানমন্ত্রী আবাস যোজনায় ন্যায্য উপভোক্তাদের নির্বাচনের জন্য সমীক্ষার সময় ৫০০০ টাকা করে ঘুষ চাইতে গিয়ে ধরা পড়লেন

ভগবানপুর- ১ ব্লকের  কোটবাড় অঞ্চলে পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন দপ্তরের পশু চিকিৎসক (সন্দীপ ভুঁইয়া ) প্রধানমন্ত্রী আবাস যোজনায় ন্যায্য উপভোক্তাদের নির্বাচনের জন্য সমীক্ষার সময় ৫০০০ টাকা করে ঘুষ চাইতে গিয়ে ধরা পড়লেন 
পূর্ব মেদিনী…

 


ভগবানপুর- ১ ব্লকের  কোটবাড় অঞ্চলে পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন দপ্তরের পশু চিকিৎসক (সন্দীপ ভুঁইয়া ) প্রধানমন্ত্রী আবাস যোজনায় ন্যায্য উপভোক্তাদের নির্বাচনের জন্য সমীক্ষার সময় ৫০০০ টাকা করে ঘুষ চাইতে গিয়ে ধরা পড়লেন 


পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর- ১ ব্লকের  কোটবাড় অঞ্চলে পশ্চিমবঙ্গ সরকারের পশু সম্পদ উন্নয়ন দপ্তরের একজন পশু চিকিৎসক (সন্দীপ ভুঁইয়া ) প্রধানমন্ত্রী আবাস যোজনায় ন্যায্য উপভোক্তাদের নির্বাচনের জন্য সমীক্ষার সময় ৫০০০ টাকা করে ঘুষ চাইতে গিয়ে ধরা পড়েছেন।

ঘটনা কেন্দ্র করে শুভেন্দু অধিকারী জানান


প্রধানমন্ত্রী আবাস যোজনায় পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে। এখন ও হচ্ছে। যারা এই সমীক্ষা করছেন তারা হয় নেতাদের কথামতো পক্ষপাতদুষ্ট হয়ে নিজের লোক কে পাইয়ে দেবার, নয় অর্থের বিনিময়ে ঘর পাইয়ে দেবার ব্যবস্থার মাধ্যমে দুর্নীতি করছেন। পঞ্চায়েত স্তরে শাসক দলের নেতারা প্রভাব খাটিয়ে তাদের কথামতন কাজ করবেন এমন লোকের মাধ্যমে এই সমীক্ষা করাচ্ছেন। সুতরাং এই সমীক্ষার ফলে প্রকল্পের ঘর ন্যায্য উপভোক্তাদের কাছে পৌছোছে না। এবিসয়ে টুইট করে জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে তোলপাড় বাংলা।

No comments