Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ড্রেনে আবর্জনা বাড়ছে সংক্রামক

ড্রেনে আবর্জনা বাড়ছে সংক্রামক 
 সংস্কৃতি চর্চার পিঠস্থান মহিষাদল। আরেক দিকে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী সতীশ চন্দ্র সামন্ত , ড. সুশীল কুমার ধাড়া ও কুমুদিনী ডাকুয়া র জন্মস্থান মহিষাদল। হলদিয়া উন্নয়ন পর্ষদের আর্থিক সহায়তায় মহি…

 




ড্রেনে আবর্জনা বাড়ছে সংক্রামক 


 সংস্কৃতি চর্চার পিঠস্থান মহিষাদল। আরেক দিকে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী সতীশ চন্দ্র সামন্ত , ড. সুশীল কুমার ধাড়া ও কুমুদিনী ডাকুয়া র জন্মস্থান মহিষাদল। হলদিয়া উন্নয়ন পর্ষদের আর্থিক সহায়তায় মহিষাদলের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী কুমুদিনী ডাকুয়া র নামে এই মুক্তমঞ্চটি নির্মিত হয়েছে। আর নামকরণ করা হয়েছে "কুমুদিনী ডাকুয়া মুক্ত মঞ্চ"। মহিষাদলের গর্বের এই প্রতিষ্ঠানটির চারিদিকে আবর্জনায় (জঞ্জাল)ভর্তি রয়েছে। গত ১ ও২ ডিসেম্বর ২০২২ তারিখে ইসকন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের ৫৬তম বর্ষপূর্তি উপলক্ষে ইসকন শ্রীশ্রী হরে কৃষ্ণ উৎসব ও সনাতন ধর্মসভা এই মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে মুক্ত মঞ্চের চারিদিকে জঞ্জালে ভর্তি রয়েছে ।এমনটাই  ছবি তুলে অভিযোগ করেছেন এলাকার বিধায়ক ও মহিষাদলের বিডিও র কাছে সকলের কথা পরিবারের প্রধান উপদেষ্টা। মুক্তমঞ্চের একেবারে প্রবেশপথে যে জল নিকাশী ড্রেনটি রয়েছে। সেই ড্রেনটি আবর্জনায় ভর্তি। আর পচা জলের দুর্গন্ধ চারিদিকে ছড়াচ্ছে। এবং মশা ও মাছির উৎপত্তি। অভিযোগের যথার্থতা রয়েছে। আর কয়েক ঘণ্টা পরেই অর্থাৎ বিকাল ৪টায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সকলের কথা পরিবারের অনুষ্ঠানে বিশিষ্টজনেরা উপস্থিত হবেন এই কুমুদিনী ডাকুয়া মুক্তমঞ্চে। আনুষ্ঠানিকভাবে সকলের কথা সৃজন সম্মান ২০২২ অনুষ্ঠিত হবে। বিগত বৎসর গুলির ন্যায় এবছরও সকলের কথা পরিবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রকাশিত হবে সকলের কথা উৎসব সংখ্যা। অনুষ্ঠানের প্রস্তুতি জোরকদমে চলছে । সারা মহিষাদল বাজারে মাইকের হরেন টাঙানো রয়েছে। দোকানদাররা মঞ্চে উপস্থিত না থেকেও মাইকের হরেনে শুনবেন বিশিষ্ট জনদের বক্তব্যের কথাগুলো ।অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পী, সাহিত্যিক, শিক্ষাবিদ ও ক্রীড়াবিদ সহ সমাজের বিভিন্ন জগতের গুণী মানুষজন। এছাড়াও উপস্থিত থাকবেন অতীতের দুই দিকপাল ফুটবলার মিহির বসু ও বিশ্বজিৎ ভট্টাচার্য। অনুষ্ঠানের সংগীত পরিবেশন করবেন শিল্পী হৈমন্তী শুক্লা বলে জানিয়েছেন সকলের কথা পরিবারের প্রধান উপদেষ্টা তথা সাংবাদিক সুজিত ভৌমিক।

No comments