রাম- বাম জোট কাজে দিলো না মহিষাদল সমবায় নির্বাচনে জয়ী তৃণমূলরাম- বাম জোট কাজে দিলো না মহিষাদল সমবায় নির্বাচনে, ৭৬ টির মধ্যে তৃণমূল ৬৮ এবং রাম-বাম জোট ৮ রবিবার ২০ নভেম্বর মহিষাদলের কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ কৃষি সমবায় সমিতির নির্…
রাম- বাম জোট কাজে দিলো না মহিষাদল সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল
রাম- বাম জোট কাজে দিলো না মহিষাদল সমবায় নির্বাচনে, ৭৬ টির মধ্যে তৃণমূল ৬৮ এবং রাম-বাম জোট ৮ রবিবার ২০ নভেম্বর মহিষাদলের কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ কৃষি সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। শাসকদল তৃণমূলকে ঠেকাতে রাম বাম জোট এক হয়, মোট আসন ৭৬, রাম বাম মিলে ৭৫ টিতে আসন নোমিনেশন দিতে পেরেছিলো। আজ সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। নন্দকুমারের রাম বামের জোটের জয়লাভ হলেও মহিষাদলের কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ কৃষি সমবায় সমিতির নির্বাচনে কাজে লাগলো না জোট। তৃণমূল একক ভাবে ৭৬ টির মধ্যে ৬৮ টিতে জয়লাভ করে বাকি ৮ টি আসন রাম-বাম জয়লাভ করে। জয়ের পর তৃণমূলের সবুজ আবিরে জয়ের উল্লাস। এই জয় মা মাটি মানুষের জয় বলে জানান তৃণমূল নেতৃত্বরা।
No comments