Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

না ফেরার দেশে চলে গেলেন ঐন্দ্রিলা শর্মা

না ফেরার দেশে চলে গেলেন ঐন্দ্রিলা শর্মা না কোনও রুপোলি পর্দার দৃশ্য নয়। বাস্তবেই মৃত্যুর কোলেr ঢলে পড়লেন ঐন্দ্রিলা শর্মা। হতে পারলেন না ফিনিক্স পাখি। তারার দেশেই চলে গেলেন অভিনেত্রী। টানা কুড়ি দিন দাঁতে দাঁত চেপে লড়াই করলেও ঘটল ন…

 



না ফেরার দেশে চলে গেলেন ঐন্দ্রিলা শর্মা

 না কোনও রুপোলি পর্দার দৃশ্য নয়। বাস্তবেই মৃত্যুর কোলেr ঢলে পড়লেন ঐন্দ্রিলা শর্মা। হতে পারলেন না ফিনিক্স পাখি। তারার দেশেই চলে গেলেন অভিনেত্রী। টানা কুড়ি দিন দাঁতে দাঁত চেপে লড়াই করলেও ঘটল না কোনও মিরাকেল। ২০১৬ সালে অস্থিমজ্জার ক্যানসারে আক্রান্ত হয়ে দিল্লিতে চিকিৎসা শুরু হয় তাঁর। সেই কঠিন লড়াই হাসিমুখে জয় করেন তিনি। ফের ২০২১ সালে ডান ফুসফুসে টিউমার। কেমোথেরাপির মাধ্যমে সেই লড়াইও জেতেন ঐন্দ্রিলা। কিন্তু গত ১ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। মস্তিস্কে রক্তক্ষরণ শুরু হয় অভিনেত্রীর। ভর্তি হন হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। তারপর থেকেই রোজই টানা লড়াই। অবশেষে জীবনযুদ্ধে হার মানতে হল তাঁকে। আজ, রবিবার ১২ টা ৫৯ মিনিট নাগাদ প্রয়াত হন ঐন্দ্রিলা। অভিনয় জগতে একটু একটু করে পরিচিতি লাভ করছিলেন তিনি। ক্যানসারের মত মারণরোগকে হারিয়ে অনেকের অনুপ্রেরণা হন তিনি। কিন্তু বিধির বিধানের কাছে হার মেনে ইহলোকে গমন করলেন অভিনেত্রী। গতকাল, শনিবার রাতে আরও শারীরিক অবস্থার অবনতি হয় অভিনেত্রীর। হাসপাতাল সূত্রে জানা যায়, অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় চলে গিয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। গতকাল, শনিবার রাতে ছোট ছোট করে মোট দশবার হার্ট অ্যাটাক হয় অভিনেত্রীর। গত বৃহস্পতিবার থেকেই তাঁর রক্তচাপ ওঠানামা করছিল। চোখ খুলছিলেন না, সারা শরীর অসার ছিল অভিনেত্রীর। আজ, রবিবার সব ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টেলিপাড়ায়। জীবিতকালে জীবন জ্যোতি, জিয়ন কাঠি, আমি দিদি নং ১-এর মত বেশকিছু ধারাবাহিকে কাজ করেছিলেন তিনি।

No comments