Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জীবনের শেষ রাত্রি

জীবনের শেষ রাত্রিযত রাত বাড়ে তত দুঃখের কাল রাত্রি ,নেমে আসে জীবনের অন্ধকারে?দুঃখের আধার রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে;একমাত্র অস্ত্রতার দেখেছিনু,কষ্টের বিকৃত ভালো, গ্রাফির বিকট ভঙ্গি যত অন্ধকারে ছলনার ভূমিকা তাহার।।যতবার ভয…

 

জীবনের শেষ রাত্রি

যত রাত বাড়ে তত দুঃখের কাল রাত্রি ,

নেমে আসে জীবনের অন্ধকারে?

দুঃখের আধার রাত্রি বারে বারে

 এসেছে আমার দ্বারে;

একমাত্র অস্ত্রতার দেখেছিনু,

কষ্টের বিকৃত ভালো, গ্রাফির বিকট ভঙ্গি যত অন্ধকারে ছলনার ভূমিকা তাহার।।

যতবার ভয়ের মুখোশ তার করেছি বিশ্বাস

 ততবার হয়েছে অনর্থ পরাজয়।

এই হার জিত খেলা জীবনের মিথ্যা কুহক 

শিশুকাল হতে বিজড়িত পদে পদে এই বিভীষিকা,

দুঃখের পরিহাসে ভরা ।

ভয়ের বিচিত্র চলচ্ছবি- 

মৃত্যুর নিপুন শিল্প বিকীর্ণ আঁধারে।।

যত ভাবি এই রাত্রিকে করব জয়,

 কিন্তু হয় না শেআর।।

No comments