১৮ ভরি সোনা,২০ ভরি রুপা ও নগদ ১৭ হাজার টাকা দুষ্কৃতীরা চুরি করে পালিয়ে যায়
মহিষাদল পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক- এর অস্থায়ী ভাড়া বাড়ি থেকে ১৮ ভরি সোনা, ২০ ভরি রুপা ও নগদ১৭,০০০ টাকা দুষ্কৃতীরা কলাপসিবল গেট কেটে চুরি কর…
১৮ ভরি সোনা,২০ ভরি রুপা ও নগদ ১৭ হাজার টাকা দুষ্কৃতীরা চুরি করে পালিয়ে যায়
মহিষাদল পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক- এর অস্থায়ী ভাড়া বাড়ি থেকে ১৮ ভরি সোনা, ২০ ভরি রুপা ও নগদ১৭,০০০ টাকা দুষ্কৃতীরা কলাপসিবল গেট কেটে চুরি করে নেয়। গত ইং ২৬ সেপ্টেম্বর ২০২২, সোমবার ভর দুপুরবেলায় চুরি হয়ে যায় বলে লিখিত অভিযোগ ( ২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবার)জানিয়েছেন, মহিষাদল থানার অফিসার ইনচার্জ -এর কাছে স্কুল ইন্সপেক্টর শুভদীপ রায়। তিনি আরও জানান ,শারীরিক অসুস্থতার জন্য চেন্নাই সপরিবারে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। মহিষাদল গড়কমলপুর গ্রামের বাসিন্দা (মহিষাদল যুব সাংস্কৃতিক সংস্থা মাইকো ক্লাবের পিছনে) শশাঙ্কশেখর রায়- এর বাড়িতে তিনি বাড়ি ভাড়া নিয়ে সার্ভিস সূত্রে বসবাস করেন। শশাঙ্ক বাবু এবং তাঁর স্ত্রী দু'জনেই শিক্ষকতা করেন। উক্ত তারিখে দু'জনেই স্কুলে চলে যান। শশাঙ্ক বাবু স্কুল থেকে এসে দেখেন শুভদীপ বাবুর রুমের সব আলো গুলি জ্বলছে। প্রথমে ভেবেছিলেন যে, তিনি ডাক্তার দেখে চলে এসেছেন। যখন ডাকেন আর সাড়া মিলে না। না মিলার কারণে রুমের সামনে গিয়ে দেখেন কলাপসিবল গেট কেটে দুষ্কৃতীরা ভিতরে ঢুকে আলমারির সমস্ত জিনিস পত্রাদি তচনচ করেছে। ঘটনার বিবরণ দিয়ে শুভদীপবাবুকে ফোনে জানান শশাঙ্ক বাবু। এই প্রসঙ্গে মহিষাদল থানার অফিসার ইনচার্জ প্রলয় কুমার চন্দ্র জানিয়েছেন, ঘটনার লিখিত অভিযোগ পেয়েছেন । তদন্ত শুরু হয়েছে।
No comments