Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুর্গা পুজোকে ইউনেস্কো হেরিটেজ স্বীকৃতি দেওয়ায় রাজ্য সরকারের নির্দেশে কার্নিভাল এর আয়োজন করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন

দুর্গা পুজোকে ইউনেস্কো হেরিটেজ স্বীকৃতি দেওয়ায় রাজ্য সরকারের নির্দেশে  কার্নিভাল এর আয়োজন করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন
সরকারি উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে শুক্রবার দুর্গাপুজোর কার্নিভাল এর আয়োজন করা হয়। …

 




দুর্গা পুজোকে ইউনেস্কো হেরিটেজ স্বীকৃতি দেওয়ায় রাজ্য সরকারের নির্দেশে  কার্নিভাল এর আয়োজন করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন


সরকারি উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে শুক্রবার দুর্গাপুজোর কার্নিভাল এর আয়োজন করা হয়। জেলা প্রশাসন, তথ্য সংস্কৃতি দপ্তর এবং তমলুক পুরসভার আয়োজিত এই কার্নিভাল এ তমলুক, হলদিয়া, কাঁথি ও এগরা মহকুমার বিভিন্ন পুজো কমিটি অংশ নিয়েছে। মোট ১৯টি ক্লাব এ কার্নিভালে অংশ নিয়েছে। কার্নিভালের জন্য তমলুকের মহকুমা শাসকের অফিসের সামনে হলদিয়া -মেছেদা রাজ্য সড়কের এক পাশে বিশাল মঞ্চ করা হয় অতিথি এবং আধিকারিকদের বসার জন্য। বিকাল পাঁচটা নাগাদ কার্নিভাল শুরু হয়। শোভাযাত্রা হাসপাতাল মোড় থেকে হলদিয়া মেচেদা রাজ্য সড়ক ধরে মহকুমা শাসকের অফিসের সামনে হয়ে নিমতলা মোড়ের দিকে যায়। শোভাযাত্রা অনুষ্ঠান বর্ণাট্য করে তোলার জন্য বিভিন্ন দুর্গাপূজা কমিটি এবং সাংস্কৃতিক সংস্থা অনুষ্ঠান করেন। এছাড়াও জেলার শতাধিক লোক শিল্পী কার্নিভালে থেকেছেন জেলা তথ্য-সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কার্নিভাল মঞ্চ সংলগ্ন এলাকার রাস্তার দুপাশে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ব্যানার, হোডিং বসানো হয় রাস্তায় আলপনা আঁকা হয়েছে সুন্দরভাবে। কার্নিভাল চলাকালীন শহরে যানবাহন চলাচল বন্ধ থাকে কিছু সময়ের জন্য।

এই কার্নিভাল অনুষ্ঠানে অংশ নেন জেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন বিধায়ক ও রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি।

No comments