দিঘায় আইএনটিটিইউসির নেতা সহ চারজন জামিন পেলেন হলদিয়া এবং দীঘা ডিপোর এসবিএসটিসি শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়েছিল দীঘায় বিপ থেকে তাদের বিক্ষোভ শুরু হয় ১৭ই সেপ্টেম্বর থেকে দিঘা এবং২০ সেপ্টেম্বর হলদিয়া ডিপোর বিক্ষোভ শুরু হয় । পূর…
দিঘায় আইএনটিটিইউসির নেতা সহ চারজন জামিন পেলেন
হলদিয়া এবং দীঘা ডিপোর এসবিএসটিসি শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়েছিল দীঘায় বিপ থেকে তাদের বিক্ষোভ শুরু হয় ১৭ই সেপ্টেম্বর থেকে দিঘা এবং২০ সেপ্টেম্বর হলদিয়া ডিপোর বিক্ষোভ শুরু হয় । পূর্ব মেদিনীপুর জেলার সরকারি পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছিল। তাদের দাবি ছিল সমকাজে সমবেতন, ২৬ দিনের হাজিরিয়া এবং সমস্ত রুটে বাস চালানোর জন্য দীর্ঘ কয়েক দিন কর্ম বিরতির পর পর্যায়ক্রমে আইএনটিটিইউসি রাজ্য সভাপতি,পরিবহন মন্ত্রী বিভিন্নভাবে আলোচনা হয় ।পরবর্তীকালে এসবিএসটিসি আইএনটিইউসি দীঘা ডিপোর চারজন শ্রমিক নেতৃত্ব গ্রেপ্তার করে দিঘা থানার পুলিশ ।ভেঙ্গে দেওয়া হয় তাদের অস্থায়ী কর্মবিরোধী মঞ্চ ।আজ ১২ই অক্টোবর চার জন জামিন পেলেন।
No comments