৯-১৫ বছর বয়সী শিশুদের মিজলস (হাম) ও রুবেলার ভ্যাকসিন দেওয়া হবে ৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারিপর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলার ৯-১৫ বছর বয়সী শিশুদের মিজলস (হাম) ও রুবেলার ভ্যাকসিন দেওয়া হবে । সরকারি ও বেসরকারি স্কুল, অঙ্গনওয়াড়…
৯-১৫ বছর বয়সী শিশুদের মিজলস (হাম) ও রুবেলার ভ্যাকসিন দেওয়া হবে
৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারিপর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলার ৯-১৫ বছর বয়সী শিশুদের মিজলস (হাম) ও রুবেলার ভ্যাকসিন দেওয়া হবে । সরকারি ও বেসরকারি স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র,বিভিন্ন হোম, ক্রেস থেকে শুরু করে রেলস্টেশন, বাসস্ট্যান্ডে পথশিশুদেরও এই টিকা দেওয়া হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্যদপ্তর । ইটভাটা, আদিবাসী এলাকা ও প্রত্যন্ত এলাকায় টিকাকরণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে । এই সমস্ত জায়গার পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা গ্রামের পাড়ায় পাড়ায় গিয়ে এই টিকাকরণ করবেন । সাধারণত জেলার বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র থেকে শিশুদের রুবেলা ও মিজলসের রুটিন ভ্যাকসিন দেওয়া হয় । তবে সচেতন অভিভাবক ছাড়া অনেকেই শিশুকে ভ্যাকসিন দিতে অবহেলা করেন । সেকারণে এবছর ১৫ বছর বয়স পর্যন্ত সব শিশু ও কিশোরদের ওই দুই রোগের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে । হলদিয়া পৌরসভার এলাকায় ৯ থেকে ১৫ বছর শিশুদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কোন অসুবিধা যাতে না হয় সেজন্যই ২৯ টি ওয়ার্ডের আশা কর্মী স্বাস্থ্যকর্মীদের নিয়ে সভা করেন হলদিয়া পৌরসভা স্বাস্থ্য আধিকারিক।
No comments