Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া ডক ঘুরে দেখলেন নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিএল হরনাদ

হলদিয়া ডক ঘুরে দেখলেন নতুন ভারপ্রাপ্ত  চেয়ারম্যান পিএল হরনাদ

 শনিবার ১৬ ই অক্টোবর হলদিয়া ডক ঘুরে দেখলেন কলকাতা হলদিয়া বন্দরের সদ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিএল হরনাদ। তিনি বর্তমানে পারাদীপ বন্দরের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছে…

 



হলদিয়া ডক ঘুরে দেখলেন নতুন ভারপ্রাপ্ত  চেয়ারম্যান পিএল হরনাদ



 শনিবার ১৬ ই অক্টোবর হলদিয়া ডক ঘুরে দেখলেন কলকাতা হলদিয়া বন্দরের সদ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিএল হরনাদ। তিনি বর্তমানে পারাদীপ বন্দরের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। একইসঙ্গে তাঁকে কলকাতা-হলদিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে কলকাতা হলদিয়া বন্দরের চেয়ারম্যান ছিলেন বিনীত কুমার। এদিন হলদিয়া বন্দর পরিদর্শনে এসে নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হরনাদ বন্দরের পরিবহণ ক্ষমতা বাড়ানো, দ্রুত ডিজিটাইজেশন এবং পরিবেশবান্ধব (গ্রিন ইনিসিয়েটিভ) বন্দর গড়ে তোলার উপর জোর দেন। এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ নতুন চেয়ারম্যান হলদিয়া আসেন। প্রথমে তিনি ডক ভিজিটে যান। সেখানে তিনি রিমোট পরিচালিত একটি সার্ভে ভেসেলের উদ্বোধন করেন। ডকের মধ্যে গভীরতা মাপার জন্য ওই সার্ভে ভেসেলেব ব্যবহার শুরু করছে বন্দর কর্তৃপক্ষ। চেয়ারম্যানের সঙ্গে ছিলেন বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমলকুমার মেহেরা, জেনারেল ম্যানেজার(প্রশাসন) প্রভীনকুমার দাস, জেনারেল ম্যানেজার(ট্রাফিক) অভয়কুমার মহাপাত্র ও অন্যান্য পদস্থ আধিকারিকরা। বিশেষ ভেসেলে করে ডকের বার্থগুলির কার্গো হ্যান্ডেলিং খতিয়ে দেখেন। এরপর তিনি বন্দর আধিকারিকদের নিয়ে বন্দরের প্রশাসনিক ভবন জহর টাওয়ারে বৈঠক করেন ।

No comments