Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!!টেন্ডার দুর্নীতি মামলায় তদন্তে অসহযোগিতা, হলদিয়া ছাড়তে মানা গ্রেপ্তার হতে পারে সত্যব্রত

টেন্ডার দুর্নীতি মামলায় তদন্তে অসহযোগিতা,  হলদিয়া ছাড়তে মানা গ্রেপ্তার হতে পারে  সত্যব্রত টেন্ডার দুর্নীতিতে অভিযুক্ত শিল্পশহরের প্রাক্তন পুরপ্রধান । হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদক ঘনিষ্ঠ ১ নম্বর ওয়ার্ডের প্র…

 




টেন্ডার দুর্নীতি মামলায় তদন্তে অসহযোগিতা,  হলদিয়া ছাড়তে মানা গ্রেপ্তার হতে পারে  সত্যব্রত

 টেন্ডার দুর্নীতিতে অভিযুক্ত শিল্পশহরের প্রাক্তন পুরপ্রধান । হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদক ঘনিষ্ঠ ১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সত্যব্রত দাসকে হলদিয়া না ছাড়ার নির্দেশ দিল পুলিশ। দুর্নীতি, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত শ্যামলের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে টানা কয়েক দিন হলদিয়া পুরসভার বেশ কয়েকজন প্রাক্তন কাউন্সিলর, আধিকারিক, প্রাক্তন পৌরপারিষদ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। সেই প্রক্রিয়ার অংশ হিসাবে সত্যব্রত দাহ কে হলদিয়া না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। পুলিশ সূত্রের খবর, শ্যামল আদক পৌরপ্রধান থাকা কালীন দরপত্র কমিটির অন্যতম নিয়ন্ত্রক ছিলেন সত্যব্রত দাস । এখনও পর্যন্ত তদন্তে উঠে এসেছে, বেআইনি ভাবে দরপত্র পাইয়ে দিয়ে কয়েক কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। কিন্তু ওই মামলার তদন্তে সত্যব্রত দাস কোনও ভাবেই সাহায্য করছিলেন না বলে অভিযোগ। দাবি, জিজ্ঞাসাবাদে বেশির ভাগ বিষয় তাঁর জানা নেই, মনে নেই বলে উত্তর দিচ্ছেন। যেহেতু এই মামলার প্রধান অভিযুক্ত শ্যামল ‘পলাতক’ এবং প্রভাবশলী আশ্রয়ে রয়েছেন বলে দাবি, তাই সত্যব্রতকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না তদন্তকারীরা। হলদিয়ার এসডিপিও রাহুল পান্ডে বলেন, “গত তিন দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সত্যব্রত দাসকে। তিনি কোনও ভাবেই তদন্তে সহযোগিতা করছেন না। আরো তদন্তের প্রয়োজনেই সত্যব্রত কে হলদিয়া ছাড়তে না বলা হয়েছে।

No comments