পটাশপুরে বিজয়া সম্মেলন করল রাজ্যের শাসকদল
বিজয়া সম্মেলন করল রাজ্যের শাসকদল। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লক তৃণমূলের খাড় অঞ্চল তৃণমূলের উদ্যোগে দক্ষিণ খাড়ে বিজয়া সম্মেলন হয়েছে। পাশাপাশি প্রবীণ তৃণমূল কর্মী ও সমর্থকদের…
পটাশপুরে বিজয়া সম্মেলন করল রাজ্যের শাসকদল
বিজয়া সম্মেলন করল রাজ্যের শাসকদল। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লক তৃণমূলের খাড় অঞ্চল তৃণমূলের উদ্যোগে দক্ষিণ খাড়ে বিজয়া সম্মেলন হয়েছে। পাশাপাশি প্রবীণ তৃণমূল কর্মী ও সমর্থকদের সংবর্ধনাও প্রদান করা হয়েছে। পটাশপুর ২ ব্লকের দক্ষিণ খাড়ের শতাধিক কর্মী, সমর্থকদের নিয়ে এই সম্মেলন হয়েছে। বিজয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী তেইশের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির অপপ্রচার ও কুৎসার বিরুদ্ধে মানুষকে একত্রিত করার আহ্বান জানান নেতৃত্বরা। খাড় অঞ্চল বিভিন্ন বুথ থেকে বহু মহিলা কর্মীও উপস্থিত ছিলেন। পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি ও পটাশপুরের বিধায়ক উত্তম বারিক বিজেপির জনবিরোধী নীতির তীব্র প্রতিবাদ জানান। সেইসঙ্গে কেন্দ্র সরকারের নীতির বিরোধিতা করেন। তিনি বলেন, "পঞ্চায়েত নির্বাচনে দলকে শক্তিশালী করুন"। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোর্তিন্ময় কর, জেলার বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃণালকান্তি দাস, পটাশপুর ২ ব্লক তৃণমূল সভাপতি দূর্গাপদ পাহাড়ি, দলের অঞ্চল সভাপতি বিষ্ণুপদ নায়ক, অঞ্চল যুব সভাপতি সঞ্জয় প্রধান, সহ-সভাপতি গণেশ পয়ড়্যা, খাড় অঞ্চলের উপ-প্রধান অশোক মাইতি, প্রশান্ত মাইতি প্রমুখ।
No comments