Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আগামী লোকসভা ভোটে মেদিনীপুর থেকে পঞ্চপান্ডব পাঠাবো বিজয়া সম্মেলনে এসে বললেন দিলীপ ঘোষ

আগামী লোকসভা ভোটে মেদিনীপুর থেকে পঞ্চপান্ডব পাঠাবো বিজয়া সম্মেলনে এসে বললেন দিলীপ ঘোষশহীদ মাতঙ্গিনী ব্লকে রামতরকে বিজয়ের সম্মেলনে এসে বিজেপি কেন্দ্রীয় সহসভাপতি সাংসদ দিলীপ ঘোষ বলেন গতবারে লোকসভায় মেদিনীপুর এবং ঝাড়গ্রাম বিজেপ…

 




আগামী লোকসভা ভোটে মেদিনীপুর থেকে পঞ্চপান্ডব পাঠাবো বিজয়া সম্মেলনে এসে বললেন দিলীপ ঘোষ

শহীদ মাতঙ্গিনী ব্লকে রামতরকে বিজয়ের সম্মেলনে এসে বিজেপি কেন্দ্রীয় সহসভাপতি সাংসদ দিলীপ ঘোষ বলেন গতবারে লোকসভায় মেদিনীপুর এবং ঝাড়গ্রাম বিজেপি সাংসদ দিল্লি রাজ করেছে ২০২৪ শে লোকসভা ভোটে মেদিনীপুর থেকে পঞ্চপান্ডব পাঠাবো, এই অঙ্গীকার নিতে হবে। গতবারে পঞ্চায়েত ভোটে বিজেপি প্র্যাকটিস খেলে গিয়েছে এবারে পঞ্চায়েত ভোটের ম্যাচ খেলবে। দেখবেন আরো অনেক কিছু ঘটবে। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ জবাবে দিলীপ ঘোষ বলেন শুভেন্দু অধিকারী বক্তব্য দলসমর্থন করেনা ওটা দুটো পরিবারের ব্যাপার ওরা যে ভাষায় কথা বলে আমাদের কর্মীরা সেই উত্তর দেয়। তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গিয়েছে আগামী পঞ্চায়েত ভোটে বুঝতে পেরে যাবে। কোথাও মাওবাদী নেই মাওবাদী নাম করে বছরে ২২৫ কোটি টাকা নিচ্ছে রাজ্য কেন্দ্র কাছ থেকে।

No comments