শ্যামাপ্রসাদ মুখার্জির ব্যবসায় কমিটির পুজা উদ্বোধন এসে রাজ্য সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন
প্রদীপ কুমার মাইতি-দিঘা- পূর্ব মেদিনীপুর জেলার দিঘায় শ্যামাপ্রসাদ মুখার্জির ব্যবসায় কমিটির পূজা উদ্বোধন এসে রাজ্য সরকারকে চাঁচাছো…
শ্যামাপ্রসাদ মুখার্জির ব্যবসায় কমিটির পুজা উদ্বোধন এসে রাজ্য সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন
প্রদীপ কুমার মাইতি-দিঘা- পূর্ব মেদিনীপুর জেলার দিঘায় শ্যামাপ্রসাদ মুখার্জির ব্যবসায় কমিটির পূজা উদ্বোধন এসে রাজ্য সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দল নেতা তথা নন্দীগ্রাম বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।এদিন তিনি বলেন, রাজ্যে এক অরাজকতা চলছে। যেখানে বিভিন্ন পুজো অনুষ্ঠানে হিন্দুদের প্রতি অত্যাচার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে ভেঙে ফেলা হচ্ছে আর আমরা মাত্র ৫০০ টাকার বিনিময়ে এই সরকারের কাছে বিক্রি হয়ে গেছে তাই হিন্দুদের সজাগ হওয়ার দরকার আছে। আমরা জানি দিঘাতে অটো চালাতে দেবে না, তারপরে তো পুলিশ বাবা পার কারেগা। এই পুলিশকে তিনি আবার 'মমতার পুলিশ' বলে কটাক্ষ করেন এই পুলিশ রাত্রে বেলায় বেকার যুবক-যুবতীদের পা ধরে টানে। আমি এই দীঘাতে দেখেছি যারা ভাঙ্গা সাইকেল নিয়ে ঘুরে বেড়াতেন তারা আজকে কোটিপতি।
লেদের দোকান থেকে ২০০ কোটি টাকার মালিক হয়ে গেছে। অসমে সরকারি কর্মচারীদের ডিএ প্রসঙ্গে বলেন, আমরা
পশ্চিমবঙ্গ কিছুই দিতে পারবে না। যেখানে পাশের রাজ্যে উড়িষ্যা নবীন পট্টনায়ক অস্থায়ী কর্মীদের স্থায়ী করতে পারেন। পশ্চিমবঙ্গ কিছুই করতে পারবেন। এখানে শুধু আছে পিসি আর ভাইপো। এখানে মদ খাও আর ডিয়ার লটারি কেন। এখানে দুটো জিনিস পাওয়া যায় এক হচ্ছে ২৮ টাকা বোতলের মদ আর, ডি আর লটারি। মদ খাও আর লটারি কেন। এটা ভাইপোর লটারি বলে তিনি কটাক্ষ করেন আমরা উপর একটা প্রথম পরিষ্কার করেছি, নিচেরটা পরে করব। সাইগল হোসেন প্রসঙ্গে বলেন, সাইগালকে প্রথমে আটকানো চেষ্টা করেছিল মুড়ির টিনে করে কালীঘাটে টাকা নিয়ে যেত এই সাইগাল এবং সেই ভাগটা হতো ৭৫ আর ২৫ ভাগে এখন সে দিল্লি গেছে বাকি যাদের কাছে টাকা আছে। তারাও দিল্লি যাবে। পিসি ও ভাইপো ব্যাগ গোছাক ও শীতের জামাকাপড় গুছিয়ে ফেলুক।
No comments