Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কুবের দেবের মন্ত্র জানেন ? প্রতিদিন জপ করলেই বিপুল ধনসম্পত্তির মালিক হয়ে উঠবেন

কুবের দেবের মন্ত্র জানেন ? প্রতিদিন জপ করলেই বিপুল ধনসম্পত্তির মালিক হয়ে উঠবেন 
কথায় বলে ধনকুবের ৷ তাঁর মতো ধনী ব্যক্তি পৃথিবীতে আর দু’টো ছিল না ৷ শাস্ত্র মতে কুবের ছিলেন এক অতি সাধারণ মানুষ। শিবের কাছ থেকে বর লাভ করে এই বিপুল স…

 কুবের দেবের মন্ত্র জানেন ? প্রতিদিন জপ করলেই বিপুল ধনসম্পত্তির মালিক হয়ে উঠবেন 


কথায় বলে ধনকুবের ৷ তাঁর মতো ধনী ব্যক্তি পৃথিবীতে আর দু’টো ছিল না ৷ শাস্ত্র মতে কুবের ছিলেন এক অতি সাধারণ মানুষ। শিবের কাছ থেকে বর লাভ করে এই বিপুল সম্পত্তির মালিক হয়ে উঠেছিলেন কুবের ৷ মহাদেব কুবেরকে আশীর্বাদ করলেন দুনিয়ার সব সেরা সম্পদ তিনিই পাবেন ৷

কিন্তু এই বিপুল সম্পদ পেয়ে কুবের বিগড়ে গেলেন ৷ তাঁর মাথা গেল ঘুরে ৷ তখন শিব ঠিক করলেন শাস্তি দেবেন তাঁর ভক্তকে ৷ এদিকে অর্থের গরমে প্রায় অন্ধ হয়ে কুবের তখন স্বর্গের সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করেছেন খাওয়াবেন বলে ৷ সেই আমন্ত্রণ সভায় হাজির হলেন শিবের পুত্র গণেশ ৷ গণেশের সে সময় প্রচণ্ড খিদে পেয়েছিল ৷ তিনি সমস্ত দেবতাদের সব খাবার তো খেলেনই, তার উপর কুবেরের প্রায় সব সম্পদও খেয়ে ফেললেন ৷ শেষে তিনি কুবেরকেই খেতে উদ্যোত হলেন ৷ শেষ পর্যন্ত শিব আবির্ভূত হয়ে গণেশকে থামালেন ৷ কুবেরও তাঁর ভুল বুঝতে পারলেন ৷

কুবের ক্ষমা চাইলেন মহাদেবের কাছে ৷ মহাদেব তাঁর ব্যবহারে প্রসন্ন হয়ে বর দিলেন যে কোনও ভক্ত যদি মন প্রাণ দিয়ে তাঁর নাম করেন, তাহলে কুবেরের আশীর্বাদে সেই ভক্তের জীবন খুশিতে ভরে উঠবে ৷ ভরে উঠবে তাঁর কোষাগারও ৷ বিশেষ কিছু মন্ত্র আছে, যেগুলি জপ করা শুরু করলে ধন দেবতা কুবের এতটাই প্রসন্ন হন যে তাঁর ভক্তের মনের সব ইচ্ছা পূরণ হতে সময় লাগে না। সেই সঙ্গে অনেক অনেক টাকার মালিক হয়ে ওঠার স্বপ্নও পূরণ হয়।

কুবের ধন মন্ত্র: "ওম শ্রিম ওম হ্রিম শ্রিম হ্রিম ক্লিম বিত্তেশ্বরায় নমহ" ৷ এই মন্ত্রটি জপ করলে মনের সমস্ত ইচ্ছা আকাঙ্খা পূর্ণ হয় ৷

কুবের মন্ত্র: "ওম ইকশয়া কুবেরায় ভাইশ্রাবানায় ধন ধান্যে ধিপাত্যয় ধন ধান্যে সমৃদ্ধম মে ধি দপয় সোয়াহা", এই মন্ত্রটি জপ করা শুরু করলে পরিবারে সুখ-সমৃদ্ধির ছোঁয়া লাগতে সময় লাগে না।

মহালক্ষ্মী কুবের মন্ত্র: প্রতিদিন এক মনে এই মন্ত্রটি পাঠ করা শুরু করলে কুবের দেব তো প্রসন্ন হনই, সেই সঙ্গে মা লক্ষ্মীও খুব খুশি হন। ফলে গৃহস্থে প্রবেশ ঘটে মায়ের। আর সে কারণেই "ওম শ্রি মহা লক্ষ্মী চ ভিদমাহে বিষ্ণু পত্নী চ ধিমাহে তানো লাক্ষ্মী প্রাচোদায়াত ওম", এই মন্ত্রটি জপ করতে হবে প্রতিদিন!

গায়েত্রী কুবের মন্ত্র: "ওম ইক্ষ রাজ্য ভিদমাহে অলিকাদিস্যয়া ধিমাহে তানো কুবের প্রাচোদায়াত", এই মন্ত্রটি পাঠ করা শুরু করলে কুবের দেবের আশীর্বাদে বুদ্ধির ধার তো বাড়েই, সেই সঙ্গে মনের জোর বাড়তেও সময় লাগে না।

কুবের মন্ত্র জপ করার নিয়ম: এমনটা বিশ্বাস করা হয় যে প্রতিদিন কুবের দেবের পুজো করার পর যদি এই মন্ত্রগুলির কোনও একটি পাঠ করা হয়, তাহলে দ্রুত উপকার মেলার সম্ভাবনা বাড়ে। শুধু তাই নয়, একবার মন্ত্র জপ শুরু করলে কম করে ২১ দিন পাঠ করতে হবে।

No comments